কালচারাল ইয়ার্ড ডেস্ক:
পোড়ামন ও পরাণ খ্যাত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফীর পারিচালনায় এবার বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। ‘সুড়ঙ্গ’ নামের সেই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়ে গেলো মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায়। সিনেমাটিতে নিশোর বিপরীতে অভিনয় করবেন ওয়েব ফিল্মের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।
গুলশানের একটি রেস্টুরেন্টে ‘সুড়ঙ্গ’র মহরত অনুষ্ঠিত হয়। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় আফরান নিশো, রাফী, তমা মির্জা, মোস্তফা মনোয়ারসহ ছবিটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ছবিটির দুই প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিল উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
আফরান নিশোর অভিনয় ক্যারিয়ার ২৩ বছরের। আর তাই এতদিন পর বড়পর্দায় আসাকে নিশো বললেন বুড়ো বয়সে সিনেমায় আসলেন তিনি। নিশো বলেছেন, বড় পর্দায় কাজ করার সব সময়ই ইচ্ছা ছিল। তিনি সবচেয়ে সহজ গল্পে কাজ করতে চেয়েছিলেন বলে আর তিনি প্রতিটি কাজই চ্যালেঞ্জ ফিল করেন বলে জানালেন।
নিশো বলেছেন, যারা সুড়ঙ্গ’তে যুক্ত তাদের হার্ড ওয়ার্কিং করার মানসিকতা আছে, সবাই ডেডিকেটেড, ভালো কিছু হবে-এমনটাই মনে করেন নিশো। বৃদ্ধ বয়সে সিনেমায় নামার চেষ্টা করছেন এমন রসিকতাও করলেন তিনি। তিনি এ জন্য সবার দোয়া ও সাপোর্টও চাইলেন।
ওটিটি প্ল্যাটফর্মে বেশকিছু ফিকশনে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী তমা মির্জা। আরফান নিশোর সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, এটি নিশোর সঙ্গে তারপ্রথম কাজ। তিনি এই মানুষটার অনেক বড় ভক্ত।
পরিচালক রায়হান রাফী জানিয়েছেন, অনেক সীমাবদ্ধতার মধ্যে এই সিনেমার গল্প ফেঁদেছেন তিনি। এই গল্প চিত্রায়ণ শুধু পরিচালক বা অভিনেতা-অভিনেত্রী হলেই হবেনা, শক্তিশালী প্রযোজক দরকার। অভিনেতা-অভিনেত্রী কে, এবং তাদের কোথায় কী পোস্ট হবে, কোন ক্যামেরা দিয়ে শুট হবে সবই বুঝেন প্রযোজক। যেটিকে স্বস্তির বলছেন নির্মাতা।
সিলেটে আগামী ৫ মার্চ থেকে সুড়ঙ্গ চলচ্চিত্রের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। চলতি বছরের ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে বলেও জানিয়েছেন নির্মাতা।
আরও পড়ুন: এবার আসছে রাফীর ‘জানোয়ার’র চেয়েও ভয়ংকর ‘ফ্রাইডে’