চলচ্চিত্র সেন্সর সনদ পেয়েছে বহুল প্রতীক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক সিনেমা ‘মুজিব: একটিজাতিররূপকার’।সোমবার ৩১ জুলাই চলচ্চিত্রসেন্সরবোর্ডবিনাকর্তনে ছবিটিরছাড়পত্র দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে মঙ্গলবার ‘বঙ্গমাতা’ নামেরআরেকটি সিনেমাসেন্সর সনদ পেয়েছে।
অতুলতিওয়ারিএবংশামাজায়দি’রইংরেজিচিত্রনাট্যথেকেআসাদুজ্জামাননূরেরতত্ত্বাবধানে সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের বিখ্যাত পরিচালকশ্যামবেনেগাল।বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ।ভারতেছবিটিসেন্সর পাওয়ার অপেক্ষায় রয়েছে।
ছবিটি বাংলাদেশের ৬০ভাগওভারতের৪০ভাগব্যয়েনির্মিত হয়েছে।২০২১সালের২২জানুয়ারিভারতেরমুম্বাইফিল্মসিটিতেশুরুহয় সিনেমাটির শুটিং। গেলো বছরের১৮ডিসেম্বর সিনেমাটিবাংলাদেশ অংশে শুটিং করার মধ্য দিয়েশেষহয়েছে।
এ বছরের ১৭মার্চবঙ্গবন্ধুরজন্মবার্ষিকীতেসিনেমাটিরপ্রথমপোস্টার উন্মোচন হয়।৩মে উন্মোচিত হয় ছবিটিরদ্বিতীয়পোস্টার।১৯মেফ্রান্সেরকানচলচ্চিত্রউৎসবে রিলিজ হয়সিনেমাটিরট্রেলার।তবে এখনও ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
ছবিটিতে অভিনয় করেছেন দেশের েএকঝাঁক তারকা ও মেধাবী শিল্পীরা। চিত্রনায়ক আরিফিনশুভ ছাড়াও সিয়ামআহমেদ, জায়েদখান, চিত্রনায়িকা নুসরাতফারিয়া ছবিটিতে অভিনয় করেছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন গুনী অভিনেতা রাইসুলইসলামআসাদ, গাজীরাকায়েত, তৌকীরআহমেদ, মিশাসওদাগর,চঞ্চলচৌধুরী, খায়রুলআলমসবুজ, অভিনেত্রী দিলারাজামান, অভিনেত্রীনুসরাতইমরোজতিশাসহ অনেক তারকাশিল্পী।