স্বাধীন চলচ্চিত্রকর্মী, নির্মাতা ও অভিনেতা হাসানকে হারানোর এক বছর আজ
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের একনিষ্ট কর্মী ছিলেন তিনি। ছিলেন নির্মাতা ও অভিনেতা। তিনি গাজী মাহতাব হাসান। গত বছরের ১৩ আগস্ট তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। আজ তাকে হারানোর এক বছর পূর্ণ হয়েছে। চলচ্চিত্রের এই একনিষ্ট কর্মীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার সতীর্থরা আয়োজন করেছে স্মরণ অনুষ্ঠানের।
রবিবার ১৩ আগস্ট বিকেল ৪টায় শাহবাগের আজিজ সুপার মার্কেটে অবস্থিত বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম মিলনায়তনে স্মরণ অনুষ্ঠানে তার চলচ্চিত্র যাপন ও ভাবনা নিয়ে স্মৃতিচারণে অংশ নিবেন চলচ্চিত্রকাররা।
হাছান দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগে গত বছর এই দিনে মারা যান। তার নিয়মিত ডায়ালাইসিস চলছিলো। ১৩ আগস্ট দুপুরে স্ট্রোক করলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেদিন বিকেলে পরপারে পাড়ি জমান তিনি।
গাজী মাহতাব হাসান ‘সৌল সিঙ্গার’স্বল্পদৈর্ঘ্যসহ বেশকিছু ছবি নির্মাণ করেছেন। ছবিটি দেশে বিদেশে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি বেশকিছু পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় ও নির্মাণে জড়িত ছিলেন। ডেনমার্কের প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য হিউম্যান স্কেল’ এ বাংলাদেশ অংশে প্রোডাকশন ব্যবস্থাপক হিসেবে কাজ করেন তিনি।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত ‘অলাতচক্র’ও জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’ সহ বেশ কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেছেন।
এছাড়া রাওয়ান সায়েমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেড এন্ড’, দেবাশীষ বিশ্বাসের মুক্তি প্রতীক্ষিত সরকারি অনুদানে নির্মিত ‘মুকুলের যাদুর ঘোড়া’সিনেমায়ও তিনি অভিনয় করেছিলেন।
আশির দশক থেকে গাজী মাহতাব চলচ্চিত্র কর্মী হিসেবে স্বাধীন ধারার চলচ্চিত্র আন্দোলনে যুক্ত ছিলেন।