রুনা কাঞ্চনের লেখা ও বাকার বকুলের নির্দেশনায় ফের ‘লেট মি আউট’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
রুনা কাঞ্চনের লেখা ও বাকার বকুলের নির্দেশনায় চার বছর পর ফের মঞ্চে দেখা যাবে ‘লেট মি আউট’নাটকটি। রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ও ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির শো অনুষ্ঠিত হবে।
মঞ্চের এই জনপ্রিয় নাটকটিতে অভিনয় করেছেন রুনা কাঞ্চন, সোহেল মণ্ডল, শাহজাদা সম্রাট, সাক্ষ্য শহীদসহ অনেকে। এই নাটকটির মাধ্যমে রেপার্টোরি নাট্যদল তাড়ুয়া আত্মপ্রকাশ করে।
লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে নাটকটি । নাটকিটিতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসে ৯ বছরের ছেলে ওয়াল্টার কলিন্সকে হারিয়ে পুলিশ ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছে মা ক্রিস্টিন কলিন্স। সেই মা সন্তানকে ফিরে পেতে চাইছেন। কিন্তু প্রশাসনিক জটিলতায় তিনি হয়ে পড়েন অসহায়।
বিচারবহির্ভূত হত্যার ভয়াবহতায় মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে থাকা এক পুলিশ অফিসারের আত্মদ্বন্দ্ব ও সেই মায়ের সন্তান ফিরে পাওয়ার আকুতি নাটকটিকে দেয় অন্যরকম এক ব্যঞ্জণা।
রাষ্ট্রীয় বিচারিক কিংবা প্রশাসনিক কাঠামো জনবান্ধব না হয়ে যখন ক্ষমতাবানের অনৈতিক স্বার্থ উদ্ধারে ব্যবহার্য শক্তি হিসেবে গড়ে উঠে তখনই এ বিষয়ে ভাবনার উদ্রেক ঘটে লেখকের মনে। আর তাই এই ভাবনা মঞ্চায়নের প্রণোদণা জুগিয়েছে বলে জানিয়েছেন নির্মাতা বাকার বকুল।