জিনাত বরকতউল্লাহ ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও একই সঙ্গে অভিনেত্রী। বুধবার ২০ সেপ্টেম্বর প্রয়াত হলেন এই শিল্পী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তাঁর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। মেয়ে মায়ের মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
জিনাত বরকতউল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতির অঙ্গনের তারকা থেকে শুরু করে সকল স্তরের শিল্পীরা।
জিনাত বরকতউল্লাহ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এর আগে তার মস্তিষ্কে রক্তক্ষরণ এবং ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছিলো। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন।
জিনাত স্বাধীনতা পরবর্তীকালের বাংলাদেশে সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী ভূমিকা রেখেছেন। বিশেষ করে নৃত্য চর্চার বিকাশে তিনি ছিলেন অগ্রগামী।
তিনি নৃত্যে বিশেষ অবদানের জন্য ২০২২ সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাণ একুশে পদকে ভূষিত হয়েছিলেন।
আশির দশক থেকে বাংলাদেশ টেলিভিশনে তিনি অভিনয় শুরু করেন। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘মারিয়া আমার মারিয়া’ । এরপর তিনি অসংখ্য নাটকে অভিনয়ও করেছিলেন। নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহ ও মেয়ে বিজরী বরকতউল্লাহ।