নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাঁচার মিলনায়তনে ইউটিউবার অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ইয়াব)-এর আয়োজনে অনুষ্ঠিত হবে বড় পর্দায় ছোট গল্প প্রদর্শনী। এতে ২০ জন তরুণ ইউটিউবারের ২০টি সচেতনতামুলক ভিডিও বড় পর্দায় দেখানো হবে।
প্রদর্শনীর বিষয়ে ইউটিউবার অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সভাপতি শাহিন আহমেদ বলেন, লক্ষ্য করলে দেখা যাবে ইউটিউবাররা মাঝে মাঝে সামাজিক ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী, অশ্লীল এবং রাষ্ট্র বিরোধী ভিডিও প্রচার করে থাকেন। এই বিষয়ে আমাদের কোনো নীতিমালা নেই। আমরা চেষ্টা করছি এ আয়োজনের মাধ্যমে সামাজিক সচেতনতামূলক ভিডিও নির্মাণে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে।
তিনি আরও বলেন, আমাদের এই আয়োজনে দর্শকরা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে বার্তা পাবেন।
পাশাপাশি এ আয়োজনের মধ্য দিয়ে সামাজিক ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী, অশ্লীল এবং রাষ্ট্র বিরোধী ভিডিও নির্মাণের বিরুদ্ধে একটি নীতিমালা প্রণয়নের দাবি জানান ইয়াবের সভাপতি।