বাংলা নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া এক গুনী মানুষ। এবার নিজের স্ব জ্ঞানে ও স্বেচ্ছায় ‘মরণোত্তর দেহদান’ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের জন্মদিনে এ খবর নিজেই দিয়েছেন তিনি।
তিনি জানিয়েছেন, উপকারের চিন্তা থেকেই তিনি
‘মরণোত্তর দেহদান’ করেছেন। এক সপ্তাহ আগেই তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রক্রিয়াটি দেহদানের প্রকিয়াটি সম্পন্ন করেছিলেন। কিন্তু ৯ ডিসেম্বর নিজের জন্মদিনে তিনি এ খবর জানিয়েছেন।
ফেসবুকে তিনি লিখেছেন- আজ আমার ত্রিশতম জন্মদিনে বাংলাদেশের মানুষদের জন্য, আমার মায়ের অনুমতি নিয়ে, বাংলাদেশের আইন মোতাবেক ও ধর্মিও পরিপূর্ণ জ্ঞান নিয়ে, আমি অর্চিতা স্পর্শিয়া সম্পূর্ণ স্বেচ্ছায়, কারোদ্বারা প্ররোচিত না হইয়া, আমার মৃত্যুর পর আমার চক্ষু ও দেহ মানব উপকারে ও চিকিৎসা বিজ্ঞান গবেষণার কাজে বাংলাদেশ সরকার কে দান করিয়াছি। কিছু অঙ্গ প্রতিস্থাপনে কারও জীবন বাঁচুক। কারও চোখ আলো পাক।
তিনি লেখেন, সবার কাছে সুন্দর জীবন ও স্বাভাবিক মৃত্যুর দোয়া কামনা করছি। আগামীর পথ সহজ কাটুক, ভালোবাসায় কাটুক, দোয়ায় রাখবেন।
তিনি আরও লেখেন, আপনার দ্বারা যেকোনো কিছু দিয়ে বা যে কোনো ভাবে যদি কারো উপকার হয়, সেটা কখনোই গুনাহ নয়। আর যদি হয়ে থাকে, সে গুনাহ আমার মালিক আমাকে দিবেন। তাই অনুরোধ করছি, নিজেরা বিচারপতি হয়ে দাড়াবেন না।