বাংলার মঞ্চ থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের শক্তিশালী অভিনয়শিল্পী আহমেদ রুবেল আর নেই। বুধবার ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আকস্মিক প্রয়াণ ঘটেছে তার।
সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার হয়েছে এই শিল্পীর অভিনীত নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’। এই প্রিমিয়ারে অংশ নিতে গিয়েছিলেন তিনি। সেখানেই হঠাৎ হৃদরোগে গোলযোগ হয়ে মাথা ঘুরে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।
৫৫ বছর বয়সী শিল্পী আহমেদ রুবেল অভিনয় করেছেন প্রখ্যাত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের নির্মিত চন্দ্রকথা, শ্যামল ছায়া, গেরিলাসহ বহু চলচ্চিত্র ও নাটকে। এছাড়া অভিনয় করেছেন ব্যাচেলর,, জোনাকির আলো, লাল মোরগের ঝুঁটি, চিরঞ্জীব মুজিবসহ বহু চলচ্চিত্রে। ওপার বাংলার চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। গুনী এই অভিনেতার অকস্মাৎ মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন শোবিজ অঙ্গন।
চলচ্চিত্রকার, নাট্যকার ও সংষ্কৃতি অঙ্গনের তারকা শিল্পী ও কুশলীদের শোক লক্ষ্য করা যাচ্ছে সামাজিক মাধ্যম থেকে সর্বত্র।
প্রয়াত আহমেদ রেজা রুবেলের জন্ম ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুরে। নন্দিত নাট্যকার সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’-এ অভিনয়ে অভিষেক। এরপর বহু মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা ও গুনে গুনান্বিত হয়েছেন।
আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার সর্বশেষ ছবি ‘পেয়ারার সুবাস’। এই ছবিরে প্রিমিয়ারে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ও মারা যান। তবে এ কদিনে ছবিটির প্রচার ও প্রচারণায়ও অংশ নিয়েছিলেন এই অভিনেতা।