কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এক বছরের জন্য পুনঃগঠিত হলো। ১৫ সদস্যের এই সেন্সর বোর্ডে এবারে সচিব থেকে শুরু করে বিশিষ্ট নির্মাতা, প্রযোজক ও অভিনেতাসহ সংশ্লিষ্টদের রাখা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনঃগঠন করা হয়েছে। এতে আরও বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি যাত্রা শুরু করেছে।
নতুন চলচ্চিত্র সেন্সর বোর্ডে আরও যারা রয়েছেন:
এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।
অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, পূর্ণিমা, আজিজুল হাকিম।
প্রযোজক খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম।
আরও আছেন:
আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।