‘তুফান’র আনকাট সেন্সর, টিকিট বুকিংয়ের প্রস্তুতি নিতে বললেন পরিচালক
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
আলোচনা সমালোচনা, আশা-নিরাশার দোলাচলে শেষমেষ বিনা কর্তনে সেন্সর পেলো শাকিব খানের ‘তুফান’। পরিচালক রায়হান রাফী বিষয়টি নিজেই নিশ্চিত করে বলেছেন, আনকাট সেন্সর তুফান। অগ্রীম টিকেট বুকিংএর জন্য প্রস্তুতি নিয়ে নিন সবাই, আসছে তুফান।
বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান- আলফা আই, চরকি ও এসভিএফ (কলকাতা) ঢালিউডের শীর্ষ পরিচালক-অভিনেতাকে নিয়ে নির্মিত ‘তুফান’ প্রযোজনা করেছে।
রায়হান রাফি পরিচালিত, শাকিব খান অভিনীত সিনেমাটিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।
ছবিটিতে অভিনেতা চঞ্চল চৌধুরী ও মিশা সওদাগর অভিনয় করেছেন। কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্ত ছবিটিতে ভিলেন চরিত্রে রয়েছেন বলেও জানা গেছে।
সম্প্রতি মিমি ও শাকিব খান অভিনীত সিনেমাটির একটি গান ‘লাগে উড়াধুরা’ইউটিউবে ব্যাপক ট্রেন্ডিংয়ে এসেছে। গানটিতে পরিচালক রায়হান রাফিকেও এক ঝলক দেখা যায়। দেখা যায় অভিনেতা ও গায়ক প্রীতমকেও।