জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ‘কথা আবৃত্তি চর্চা কেন্দ্র’র চার দশক আয়োজন
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে আয়োজন করা হয়েছে ‘কথা আবৃত্তি চর্চা কেন্দ্র’র চার দশক পূর্তির উদ্বোধনী অনুষ্ঠান। বছরব্যাপী আয়োজিত অনুষ্ঠানে চার দশক পূর্তি পালন করবে সংগঠনটি।
কেন্দ্রের সভাপতি একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতার সংগঠন প্রেরণা ও কথা আবৃত্তি চর্চা কেন্দ্র যৌথভাবে আয়োজন করেছে এ উৎসবের। দৃশ্যকাব্য ‘ব্রুণো’ ও ‘বন্ধ ঘরের আগল ভাঙ্গো’ নামের দুটি শ্রুতি এবং ‘রাজার চিঠি’ শ্রুতিনাট্য মঞ্চস্থ করা হবে এ উ’সবে।
সংগঠনের ২০ সদস্যের একটি দল উৎসবের মহড়া করছে কলকাতায়।
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এর উদ্বোধনী হলেও বছরব্যাপী আয়োজনে কলকাতা ও বাংলাদেশেও বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের সভাপতি আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।