ছাত্রদের সঙ্গে একাত্নতা প্রকাশ করে শহীদ মিনারে সঙ্গীত শিল্পীরা
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে চলমান আন্দোলনকে কেন্দ্র করে উত্তাপ ছিলো জুলাই মাসজুড়ে। এ আন্দোলনকে কেন্দ্র করে ঘটেছে আহত ও নিহতের ঘটনা। ঘটেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো ঘটনাও। চলমান আন্দোলনের চূড়ান্ত অবস্থায় ইতোমধ্যে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। তাদের সঙ্গে একাত্নতা জানিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ে হয়েছে শহীদ মিনারে। ছাত্রদের সঙ্গে একাত্নতা জানিয়ে সঙ্গীতশিল্পীরা এক হয়েছেন সেখানে।
রাজধানীর ধানমন্ডিতে শনিবার বেলা তিনটায় রবীন্দ্র সরোবরে উপস্থিত হয়ে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ কর্মসূচির ডাক দেন শিল্পীরা। এরপর তারা সেখান থেকে শহীদ মিনারে গিয়ে ছাত্র আন্দোলনে সঙ্গে এক হয়ে যান। দেশের তারকা ব্যান্ড শিল্পী থেকে শুরু করে নানাঅঙ্গনের শিল্পীরা অংশ নেন তারা।
সঙ্গীতশিল্পী প্রিন্স মাহমুদ, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, আসিফ আকবর, মনির খান, মাকসুদসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এ সময় তাদের ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিতে দেখা যায়।
‘গেট আপ, স্ট্যান্ড আপ’ কর্মসূচিতে ঢাকার বাইরে থেকে নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য সঙ্গীতশিল্পীরা সকল শিল্পীদের অনুরোধ জানিয়েছেন।