স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের সহধর্মিনী খালেদা জিয়া। সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী বাংলাদেশ জাতীয়বতাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আলোচিত ওয়ান ইলেভেনের সময় জেলে আটক ও বিগত সরকারের সময়ে সবচেয়ে বেশি নির্যাতন সহ্যকারি খালেদা জিয়াকে নিয়ে এবার সিনেমা নির্মাণ হচ্ছে।
চলচ্চিত্র নির্মাতা এম কে জামান পরিচালক সমিতিতে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমাটির নাম নিবন্ধন করেছেন। এ বিষয়ে নির্মাতা জানিয়েছেন, সিনেমার গল্প চূড়ান্ত করার কাজ চলছে। এ লক্ষে পরিচালক সমিতিতে সিনেমাটির নিবন্ধন করা হয়েছে। খালেদা জিয়াকে নিয়ে নানা তথ্য সংগ্রহের কাজ চলছে ও শিল্পী কলাকুশলী চূড়ান্ত করার কাজ হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। তিনি জানান, সেপ্টেম্বর বা অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে।
খালেদা জিয়ার শৈশব থেকে সংগ্রামী রাজনৈতিক জীবনসহ পুরো জীবনচিত্র উঠে আসবে সিনেমাটিতে এমনটাই জানিয়েছেন পরিচালক।