বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে এম কে জামান ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়ার পরপরই সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। ২১ আগস্ট (বুধবার) দুপুরে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল এ নোটিশ দিয়েছেন।
এ বিষয়ে কায়সার কামাল বলেন, আপনারা যারা বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তারা বিরত থাকুন। তা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রকৃত অবস্থান হচ্ছে সাবেক এ প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছ থেকে কেউ কখনো কোনো অনুমতি নেননি। এমনকি এ ব্যাপারে তারা অবগতও নন।
বিএনপির চেয়ারপারসনকে নিয়ে সিনেমা নির্মাণ বন্ধে লিগাল নোটিশ দেয়ার পাশাপাশি নোটিশের অনুলিপি পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, তাদের বরাবর নোটিশের অনুলিপি পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যারা এসব কাজ করতে যাচ্ছেন সেসব ব্যক্তিদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেয়া হয়। আগামী পাঁচ দিনের মধ্যে তথাকথিত সিনেমা নির্মাতা ও প্রযোজক সাংবাদিক সম্মেলন করে এর আগে যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করে নেবেন। যদি প্রত্যাহার না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রযোজনার দায়িত্বে থাকা আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি ও ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন (বিএফডিএ) বরাবর এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে জানিয়েছেন নির্মাতা এম কে জামান।
চলচ্চিত্র নির্মাতা এম কে জামান পরিচালক সমিতিতে ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের সিনেমাটির নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, সিনেমার গল্প চূড়ান্ত করার কাজ চলছে। এ লক্ষে পরিচালক সমিতিতে সিনেমাটির নিবন্ধন করা হয়েছে। খালেদা জিয়াকে নিয়ে নানা তথ্য সংগ্রহের কাজ চলছে ও শিল্পী কলাকুশলী চূড়ান্ত করার কাজ হচ্ছে। সেপ্টেম্বর বা অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে বলেও জানিয়েছিলেন নির্মাতা।