কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় অনুষ্ঠিত হয়ে গেলো দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে বিশেষ সমালোচক পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা জায়েদ সিদ্দিকী।
১৬ থেকে ১৮ আগস্ট ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলার ঐতিহাসিক গ্যাইতি থিয়েটার কালচারাল কমপ্লেক্সে এ উৎসবটি অনুষ্ঠিত হয়। সেখানে নির্মাতা নিজে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নির্মাতা বলেন, ‘এখনো কাঁপছি’। তিনি জানান, এই পুরস্কার তাঁকে আরও উৎসাহিত করবে।
তিনি জানান, ‘দাঁড়কাক’সিনেমাটি অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান স্ক্রিন এক্সকোপ ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেভেন পামস এন্টারটেইনমেন্টে বৈশ্বিক পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে ।
জানা যায়, ১৮ আগস্ট শিমলা চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিমাচল প্রদেশের গভর্নর শিব প্রতাপ শুক্লা পুরস্কারজয়ী নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী সীমা বিশ্বাস ও উৎসব পরিচালক পুষ্প রাজ ঠাকুরসহ অনেকে উপস্থিত ছিলেন। হিমালয়ান ভেলোসিটি, হিমাচল প্রদেশের ভাষা ও সংস্কৃতি অধিদপ্তর এবং ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতিবছর এ উৎসবের আয়োজন করে ।
শহীদুল জহিরের একটি ছোটগল্প থেকে সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা জায়েদ সিদ্দিকী। ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। জয়ন্ত চট্টোপাধ্যায় সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন ।
এছাড়া ছবিটিতে আরও অভিনয় করেন আমিনুর রহমান, তাহুয়া লাবিব তুরা, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হকসহ অনেকে।
আরও পড়ুন: গাজী মাজহারুলের ‘আপসহীন’, খালেদা জিয়ার ভূমিকায় নিপুণ