কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব, শিক্ষক, মুক্তিযোদ্ধা তিনি। সংষ্কৃতিজনদের নিকট সাদা মনের বিজ্ঞ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ পেলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব।
সোমবার ৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এ দায়িত্ব অর্পনের সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ধারা-৯(২) অনুযায়ী জনাব সৈয়দ জামিল আহমেদ-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দীর্ঘসময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। দেশে প্রাতিষ্ঠানিক রদবদল ঘটছে। শিল্পকলার সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন। লাকী সর্বোচ্চ সময় মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। এবার ছাত্র-জনতার সরকার সৈয়দ জামিলকে মহাপরিচালকের দায়িত্ব দিয়েছেন। তাঁর এ পদায়নে খুশি সংস্কৃতিজনেরা। তাঁকে সামনে রেখে সংস্কৃতি অঙ্গন এগিয়ে যাবে এমন প্রত্যাশা তাদের।
সঙ্গীতজ্ঞ সায়েম রানা সৈয়দ জামিলের পদগ্রহণ বিষয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেছেন, সৈয়দ জামিল আহমেদ আমাদের কালের বিরল ব্যক্তিত্ব! তাঁর মহাপরিচালক হিসেবে আবির্ভাব আমাকে ভাবাচ্ছে। দারুনভাবেই ভাবাচ্ছে! অভিনন্দন!!!-ফেসবুকে নিজের ওয়ালে এমন মন্তব্য করেছেন তিনি।
চলচ্চিত্র লেখক ও নির্মাতা বেলায়াত হোসেন মামুন তাঁর অভিমত জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, রিজওয়ান, জীবন ও রাজনৈতিক বাস্তবতা, মন্ত্রাস এবং আমি বীরাঙ্গনা বলছি’র মধ্য দিয়ে সৈয়দ জামিল আহমেদকে চেনা৷ চেনা বললে ভুল হবে, বলা উচিত ওনার ভিন্নতর দেখার ও দেখানোর সক্ষমতা অনুভব করার সুযোগ পাওয়া৷ গত বেশ কয়েকবছর ধরে ‘নাট্যনির্দেশক’ হিসেবে ওনার পুনরার্বিভাব ও সৃষ্টিশীল সক্রিয়তায় ঢাকার নাট্যচর্চার মর্যাদা ও সামর্থ্য নতুন করে আলোচিত হয়েছে৷ এই সব ঘটনাবলীর মধ্যেই আমাদের ওনাকে চেনা ও পাওয়া৷ কিন্তু উনি তো হঠাৎ আগন্তুক কেউ নন৷ ওনার আছে বিরাট কর্মমুখর, সৃষ্টিশীল বর্ণাঢ্য জীবন৷ শিক্ষক, লেখক, গবেষক, দেশের নাট্য আন্দোলনের অন্যতম জেষ্ঠ্য কর্মী ও সংগঠক তিনি৷
মামুন আরও লেখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ আসলে ওনার জন্য কিছুটা ক্ষতিকর হবে বলেই আমি মনে করি৷ ব্যক্তিগত সৃষ্টিশীলতার জন্য যে নির্জন আড়াল প্রয়োজন তা তিনি এই প্রশাসকের দায়িত্ব পালনকালে পাবেন না৷ এ একরকম ক্ষতিই৷ কিন্তু ব্যক্তিগত এই ক্ষতি জেনেও তিনি শিল্পকলা একাডেমির দায়িত্ব গ্রহণ করেছেন৷ হয়ত, বৃহত্তর সাংস্কৃতিক পরিসরের কল্যাণ ভাবনা তাকে এই দায়িত্ব গ্রহণে রাজি হতে উৎসাহিত করেছে৷ আমরা আশা করবো তিনি এই দায়িত্বে সফল হবেন৷
সৈয়দ জামিল আহমেদের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে৷ আমরা তাঁর সাফল্য কামনা করছি৷
এদিকে দায়িত্ব পাওয়ার পর সৈয়দ জামিল আহমেদ তাঁর অভিমত জানিয়ে বলেছেন, এটা অনেক বড় দায়িত্ব। কারণ দেশের শিল্প-সংস্কৃতিচর্চার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি।
তিনি আরও বলেন, কয়েক শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশকে পুনর্গঠনের অংশ হিসেবে এই দায়িত্ব নিয়েছি। আমার দুই বছরের মেয়াদকালে আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই।
একাডেমির অনিয়ম দূর করে প্রতিষ্ঠানটির গতিধারা ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সৈয়দ জামিল। দ্রুত সময়ের মধ্যে শিল্পকলা একাডেমির শিল্প-সংস্কৃতিনির্ভর কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করার কথাও বলেন তিনি।
১৯৫৫ সালের ৭ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ জামিল। মাত্র ১৬ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। ১৯৭৮ সালে ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামায় স্নাতক হন। একই বছরে তিনি ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার টেলিভিশন প্রডিউসারস ট্রেইনিং-এ প্রথম হয়েছিলেন।
১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়ারউইক থেকে থিয়েটার আর্টস এ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন সৈয়দ জামিল। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন পিএইচডি ডিগ্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা তিনি। ইংরেজিতে প্রকাশিত তাঁর আলোচিত বই অচিনপাখি ইনফিনিটি; ইনডিজেনাস থিয়েটার ইন বাংলাদেশ, ইন প্রেইজ অফ নিরঞ্জন; ইসলাম থিয়েটার, এন্ড বাংলাদেশ, রিডিং এগেইন্সট দ্যা ওরিয়েন্টালিস্ট গ্রেইন; পারফর্মেন্স এন্ড পলিটিকস এন্টুইনড উইথ আ বুদ্ধিস্ট স্ট্রেইন এবং এপ্লাইড থিয়েট্রিক্স; এসেস ইন রিফিউসাল।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইউপিএল ও এন্ডারসেনের মতো মর্যাদাপূর্ণ প্রকাশনায় তাঁর বই প্রকাশ হয়েছে। এছাড়া ৬০ এর অধিক একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে তাঁর।