বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘৮৪০’ মুক্তি পেয়েছে গত ১৩ ডিসেম্বর। সারাদেশে সিনেমাটি মুক্তি পাওয়ার আগ থেকেই আলোচনায় ছিলো ছবিটি। ছবিটি দেখেছিলেন সরকারের উপদেষ্টাদের অনেকে। এবার এই সিনেমাটি টিভি পর্দায় মুক্তি পাচ্ছে। আগামী ৩ জানুয়ারি চ্যানেল আই, দীপ্ত টিভি এবং আরটিভিতে প্রচারিত হবে ছবিটি। যেখানে সিনেমাটির বর্ধিত অংশও প্রদর্শিত হবে বলেও জানা গেছে।
চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, আরটিভির সিইও আশিকুর রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ‘৮৪০’ এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশাসহ ছবির অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, জাকিয়া বারি মম ও আশুতোষ সুজনসহ অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানা যায়, আরটিভিতে ৩ জানুয়ারি রাত ৮টায়, চ্যানেল আইয়ে রাত ৮টা ২০ মিনিটে ও দীপ্ত টিভিতে রাত সাড়ে ১০টায় সিনেমাটি দেখানো হবে।
সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন জানান, ৮৪০ হলো ৪২০ এর পূর্ণাঙ্গ উপস্থাপনা। এতে সমাজ রাজনীতির অসংগতি তুলে ধরা হয়েছে। এটা ফারুকীর দুর্ধর্ষ প্রয়াস। ফারুকী অজগরকে কোলবালিশ বানিয়ে আগাচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, তাকে সাধুবাদ জানাই।
সিনেমাটির প্রযোজক নুসরাত ইমরোজ তিশা জানান, সিনেমাটি ৩ চ্যানেলে প্রচার হবে এটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন যারা সত্যি করেছেন তাদের ধন্যবাদ। এভাবে সাহসিকতা দেখিয়ে একযোগে কাজ করলে আমাদের মিডিয়া এগিয়ে যাবে। টিভির পাশাপাশি সিনেমা হলেও ‘৮৪০’ চলবে বলেও জানান তিনি।
এটা পলিটিকাল স্যাটায়ার-এমনটা উল্লেখ করে তিশা বলেন, এটা ব্যবসার চেয়েও সামাজিক দায়বদ্ধতার জন্য সবাই একত্রিত হয়েছি। সমাজের যে সিচুয়েশন আমরা পার করেছি সেটা যেন রিপিট না হয় এজন্য আমরা টিভিতে প্রচারের উদ্যোগ নিয়েছি।