কালচারাল ইয়ার্ড ডেস্ক:
জুলাই অভ্যুত্থান নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কর্মসূচির আওতায় ৮টি বিভাগে ৮টি মাঝারি দৈর্ঘ্যের সিনেমা নির্মাণ করা হবে। এ জন্য অনুষ্ঠিত হবে ওয়ার্কশপ। এই ওয়ার্শপ যারা পরিচালনা করবেন এরকম ৮ চলচ্চিত্র পরিচালককে নির্বাচিত করা হয়েছে।
৭ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে পরিচালকদের নাম ঘোষণা করেন এ বিষয়ে গঠিত সার্চ কমিটির সদস্য সুমন রহমান। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন।
সুমন রহমান জানিয়েছেন, সার্চ কমিটির লক্ষ্য ছিল আটজন চলচ্চিত্রকার নির্বাচন করা, যারা ২০২৫ সালে দেশের আটটি বিভাগীয় শহরে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা করে পরিচালনা করবেন এবং কর্মশালায় প্রশিক্ষিত জনবল নিয়ে আটটি চলচ্চিত্র তৈরি করবেন। তিনি জানান, নির্বাচিত পরিচালকরা হচ্ছেন অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ ও মো. তাওকীর ইসলাম।
সুমন রহমান জানান, প্রতিটি বিভাগে কর্মশালার জন্য একটি গুগল ফর্ম তৈরি করা হবে, সেটার মাধ্যমে আবেদনকারীদের আবেদন করতে বলা হবে। নির্দিষ্ট বিভাগের পরিচালকরা প্রার্থীদের নির্বাচন করবেন।
এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন , এ প্রকল্পের মাধ্যমে আট বিভাগীয় শহরে কর্মশালা হবে। এটা একরকমের উন্মাদনা তৈরি করবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য দেশজুড়ে এ উন্মাদনা তৈরি করা। ওই সব শহর থেকে নির্মাতারা উঠে আসবে ও বাংলাদেশে সিনেমায় নেতৃত্ব দেবে, সেটা আমাদের জন্য গর্বের মুহূর্ত হবে।
মাঝারি দৈর্ঘ্যের ছবিগুলো সরকারি অর্থায়নে হবে জানিয়ে ফারুকী বলেন, ছবিপ্রতি কত অর্থ দেওয়া হবে, সেটা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। এর মধ্যে আন্দোলন নিয়ে ছবি থাকতে পারে আবার ফিকশন কিংবা হরর-যেকোনো গল্পের ছবি বানানো যাবে। ছবিগুলো জুলাইয়ে দেখানো হবে। পাশাপাশি সিনেমা হলে, ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে।
এদিকে বাছাই কমিটিতে আছেন গণমাধ্যম বিশ্লেষক ও অধ্যাপক সুমন রহমান, নির্মাতা তানিম নূর এবং নির্মাতা আদনান আল রাজীব।
আরও পড়ুন: চব্বিশের ব্যবসাসফল সিনেমা