নতুন একটি তুর্কি ধারাবাহিক নাটক শুরু হয়েছে মাছরাঙা টেলিভিশনে। ‘কারদেসলারিম’ নামের নাটকটি বাংলা ভাষায় রূপান্তরের পর নাম হয়েছে ‘বড় ভাই’। আগামী রোববার থেকে রাত ৯টায় ধারাবাহিকটির প্রচার শুরু হবে। এটি চলবে সপ্তাহের পাঁচদিন।
চার ভাইবোনের জীবন সংগ্রাম ও তাদের সম্পর্কের বুনট নিয়ে গড়ে উঠেছে নাটকটির গল্পের প্লট। বাবা-মায়ের অকাল মৃত্যু এই চার ভাইয়ের জীবনে নানা চ্যালেঞ্জ নিয়ে আসে। ভাইবোনরা একসঙ্গে সেই প্রতিকূলতার মোকাবিলা করে।
২০২১ সালে সিরিজটি তুরস্কের ‘এটিভি’ চ্যানেলে প্রথম প্রচারিত হয়। অল্প সময়ের মধ্যেই তুরস্ক ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে সিরিজটি। এখন পর্যন্ত ৪০টিরও বেশি দেশে সিরিজটি প্রচার হয়েছে।