যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে ছড়িয়ে পড়া দাবানলে স্থবির সেখানকার জনজীবন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ খোদ হলিউড হিলস। বিপযস্ত তারকারাও। এ অবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি আওয়ার্ড অনুষ্ঠান ঘিরে।
দ্য হলিউড রিপোর্টারের রিপোর্টে বলা হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে গুরুত্বপূর্ণ শিল্পীদের উপস্থিত থাকারও কথা। কিন্তু দাবানল এখনো নিয়ন্ত্রণে না আসায় এবং ধ্বংসযজ্ঞ মাত্রা ছাড়ায় এই পুরস্কার অনুষ্ঠান আয়োজন আদৌ সম্ভব কীনা তা নিয়ে রয়েছে সংশয়। অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’ বলে জানিয়েছে তারা।
আয়োজক কর্তৃপক্ষ এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একটি তহবিল গঠনের কথাও ভাবছে। যুক্তরাষ্ট্রের জ্যাজ ড্রামার, রেকর্ড প্রডিউসার হার্ভে মেসন এ বিষয়ে বলেন, আগামী দশদিনের পরিস্থিতির উপরে গ্র্যামি আয়োজনের বিষয়টি নির্ভর করছে।
দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাডিনা, সিলমার এবং প্যাসিফিক প্যালিসেডস। এই এলাগুলোতে বসবাস করেন হলিউডের বহু তারকা। অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি, বেন অ্যাফ্লেক এবং অস্কারের প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টালসহ বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে তাদের।
চলতি বছরের অস্কার মনোনয়ন ঘোষণা, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরস্কার অনুষ্ঠানও এর মধ্যে স্থগিত হয়েছে। পেছাতে পারে সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি আওয়ার্ড প্রদান অনুষ্ঠানও। চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে।