সোমবার ইউটিউবে মুক্তি পাচ্ছে ত্রয়ীর ‘বাগান বিলাস’ নামের ‘মিউজিক্যাল ফিল্ম; যেটি বানিয়েছেন তরুণ নির্মাতা সাদীয়া ইসলাম রোজা। দুই সংগীতশিল্পী এলিটা করিম ও প্রীতম হাসানের সঙ্গে নিজের একটা ছবি ফেইসবুকে পোস্ট করে অভিনেত্রী জয়া আহসান আগেই বলেছিলেন, দারুণ একটি সিনেমার খবর শিগগিরই জানাবেন তিনি। সেই সিনেমাটি আসতে আর দেরি নেই। রোজা তার কাজটি বর্ণনা করছেন ‘শর্ট মিউজিক্যাল ফিল্ম’ হিসেবে।
রোজা বলেন, আমরা একটা গল্পকে কেন্দ্র করে এটি তৈরি করেছি। “সাধারণ গানের ভিডিও যেমন হয় তার থেকে একটু ভিন্ন ঘরানার এটি। এই গানচিত্রটি প্রায় ৬ মিনিট দৈর্ঘ্যের হবে, তাই এটিকে আমরা শর্ট মিউজিক্যাল ফিল্ম হিসেবেই বলছি।” ‘বাগান বিলাসের’ গানের কথাগুলো লিখেছেন ইনামুল তাহসিন এবং গানের পেছনের গল্প লিখেছেন নির্মাতা নিজেই। মিউজিক্যাল ফিল্মটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম।
তিনি বলেন, “আমরা তো এখন একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা আমাদের গল্পে, গানে চেষ্টা করেছি মানুষের এই অস্থিরতা কাটিয়ে কিছুটা শান্তি দিতে।” সম্প্রতি প্রকাশ্যে এসেছে গানের টিজার ও ট্রেইলার। ফেইসবুকে পরপর কয়েকটি পোস্টে এই সিনেমার খবর দিয়েছেন জয়া। প্রথমে সিনেমার দৃশ্যের ছবি দিয়ে তিনি লিখেছিলেন, “আমার বাগান জুড়ে আবেগ, মুহুর্ত , একাকিত্ব আর?” পরে ট্রেইলার শেয়ার করে ‘বাগান বিলাস’ মুক্তির তারিখ জানিয়ে জয়া লিখেছেন, “ফুলের নাম? ‘বাগান বিলাস’, অতীত থেকে কষ্ট, কষ্ট থেকে কবিতা, কবিতা থেকে গান। অনেক আগের সুর করা এই গান।”
জয়া আহসান ও প্রীতম হাসানের প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ ও ‘বহুরূপী ফিল্মস’ যৌথভাবে নির্মাণ করেছে ‘বাগান বিলাস’। ‘মিউজিক্যাল ফিল্মটির শুটিং হয়েছে পুরান ঢাকায়।