কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজন করা হয়েছিলো জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫। ‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’ প্রতিপাদ্যে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের পাঁচ শতাধিক চলচ্চিত্র শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতা, সাংবাদিক, চলচ্চিত্রকর্মী, অভিনয়শিল্পীসহ চলচ্চিত্রের সঙ্গে জড়িত অংশীজনেরা অংশ নেন।
সম্মেলনে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত থাকার কথা থাকলেও তারা উপস্থিত হতে পারেন নি। তথ্য মন্ত্রণালয়ের সার্চ কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আল আমিন রাকিবের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জারিন তাসনিম। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে সম্মেলনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চলচ্চিত্র মন্ত্রণালয় করার দাবি
সম্মেলনে উপস্থিত অংশীজনদের চলচ্চিত্র মন্ত্রণালয় করার দাবির প্রেক্ষিতে সংষ্কৃতি উপদেষ্টা বলেন, আমিও বিশ্বাস করি, চলচ্চিত্রের আলাদা মন্ত্রণালয় হওয়া উচিৎ। স্টেকহোল্ডারদের একটি নীলনকশা তৈরি করা উচিৎ, যার তত্ত্বাবধানে একটি কর্মশালার ব্যবস্থা করা হবে; যা আমাদের চলচ্চিত্র সংস্কারে প্রথম ধাপ হবে। তো, বাংলাদেশ ফিল্ম অ্যাসোসিয়শনের কাছে আমার অনুরোধ যে, আপনারা রাস্তায় নামেন, আমাদের ঘেরাও করেন। আন্দোলন করে আমাদের বাধ্য করেন যাতে আমরা চলচ্চিত্র সংস্কারে তৎপর হই।’
তিনি বলেন, ‘আমাদের মন্ত্রণালয়গুলো অদ্ভুতভাবে ভাগ করা হয়েছে। কলোনিয়াল দেশগুলোতে এটা দেখবেন। কোরিয়া, ইরান, ইতালিতে সংস্কৃতি ও ট্যুরিজম মন্ত্রণালয় আলাদা নয়, একসঙ্গে রয়েছে। আমাদেরও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন পুরো কালচারাল ইন্ডাস্ট্রিকে আনা দরকার।’
ফারুকী বলেন, ‘পলিসি লেভেলে কিছু প্রস্তাব করে যাব ক্যাবিনেটে। মিনিস্ট্রি অব কালচার ও মিনিস্ট্রি অব ট্যুরিজম এক করতে হবে। কলোনিয়াল দেশগুলো ছাড়া কোথাও কালচার ও ট্যুরিজম আলাদা পাবেন না। কালচারের জন্য কিছু বানাবেন, সেটা ট্যুরিজমকে হেল্প করবে, আবার ট্যুরিজম নিয়ে কিছু বানাবেন, সেটা সংস্কৃতিকে সহযোগিতা করবে। যেমন বিটিএস। পুরো জিনিসটা যেন এক ছাতার নিচে আসে, আমরা সেই প্রস্তাবটা করব।’
সম্মেলনে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক গীতিকবি লতিফুল ইসলাম শিবলী, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন-সুমন, প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল, চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ ঋতি, অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ, চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, হল মালিক আওলাদ হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
আরও পড়ুন: ৫ অগাস্ট পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত ছবি ‘দ্য চেয়ার’