কালচারাল ইয়ার্ড ডেস্ক:
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর বসছে মাসখানেক পর। ইতোমধ্যে ঘোষিত মনোনয়নের তালিকায় থাকা ১৩ শাখায় মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘এমিলিয়া পেরেজ’। এর পরেই আছে ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকড’ সিনেমা দুটি এছাড়া আছে ‘আনোরা’, ‘আ কমপ্লিট আননোন’ ও ভ্যাটিক্যান থ্রিলার ‘কনক্লেভ’। এসব সিনেমার বেশিরভাগই এখন দেখা যাচ্ছে ওটিটির পর্দায়। আবার কোনো কোনোটি এখনও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসেনি, রাজত্ব করছে প্রেক্ষাগৃহে।
এমিলিয়া পেরেজ
অস্কারের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর মধ্যে একটি ‘এমিলিয়া পেরেজ’। সিনেমাটি সেরা সিনেমা, সেরা পরিচালক ও সেরা অভিনেত্রীসহ ১৩ শাখায় মনোনয়ন পেয়েছে। চিত্রনাট্য, অভিনয় আর নির্মাণের কারণে মুক্তির পর সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়ে নেওয়া সিনেমা হল ‘এমিলিয়া পেরেজ’। ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার স্প্যানিশ ভাষায় এই সিনেমাটি বানিয়েছেন। মেক্সিকোর চার প্রতিষ্ঠিত নারীর গল্পে বোনা হয়েছে চিত্রনাট্য। যে নারীরা নিজেদের মত করে সুখী হতে চায়। সিনেমায় একজন কুখ্যাত মাদকসম্রাজ্ঞীকে দেখানো হয়েছে। নিজের ভুয়া মৃত্যুর খবর প্রচার করে নতুন জীবন শুরু করতে এক আইনজীবীর সহযোগিতা চান তিনি। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে গল্প। এই সিনেমায় অভিনয় করেছেন জ্যাক অঁদিয়ার নিজেও, এছাড়া কার্লা সোভিয়া গ্ল্যাসকোন, সেলেনা গোমেজ অভিনয় করেছেন এই সিনেমায়। ‘এমলিয়া পেরেজ’ চলছে নেটফ্লিক্সে।
আনোরা
‘ফ্লোরিডা প্রজেক্টের’ পরিচালক শন বেকারের ‘আনোরা’ সিনেমাটি ৬টি শাখায় অস্কারের মনোনয়ন পেয়েছে। সেরা সিনেমাসহ সেরা নির্মাতা, সেরা অভিনেত্রী, পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা, সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা সম্পাদনায় নাম এসেছে ‘আনোরার’। ব্রুকলিনের এক তরুণী এ্যানির জীবনকে কেন্দ্র করে ‘আনোরা’ সিনেমার গল্প এগিয়েছে। যে মেয়েটি অভিজাত পরিবারের সন্তান ইভানের প্রেমে পড়ে তাকে বিয়ে করে। তাদের বিয়ের খবর জানাজানি হলে এ্যানির জীবন হয়ে ওঠে দুর্বিষহ। সিনেমায় প্রেম, নারীর সামাজিক অবস্থান এবং সাংস্কৃতিক সংঘাতের এক সূক্ষ্ম চিত্র তুলে ধরেছেন বেকার। অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন, মার্ক আইডেলস্টাইন। অস্কারের মনোনয়ন তালিকায় থাকা ‘আনোরা’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও অথবা অ্যাপল টিভিতে।
‘আ কমপ্লিট আননোন’
গানের কবি অস্কার জয়ী বব ডিলানকে নিয়ে নির্মিত হয়েছে ‘আ কমপ্লিট আননোন’ সিনেমা। ডিলানের বায়োপিকের এই সিনেমাটি অস্কারে সেরা অভিনেতার শাখাসহ ৮টিতে মনোনয়ন পেয়েছে। জেমস ম্যানগোল্ডের পরিচালনায় বব ডিলানের চরিত্রে অভিনয় করছেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোতে শ্যালামে। এছাড়াও এই সিনেমায় দেখা গেছে মনিকা বারবারো, এডওয়ার্ড নর্টনের অসাধারণ অভিনয়। এই সিনেমাটিও নির্দিষ্ট কিছু প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে, ওটিটিতে আসেনি এখনো।
‘কনক্লেভ’
এডওয়ার্ড বার্জারের পরিচালনায় ‘কনক্লেভ’ সিনেমাটিও অস্কারের মঞ্চে ৮টি শাখায় মনোনয়ন পেয়েছে। এতে অভিনয় করেছেন রেফ ফাইঞ্জ , স্ট্যানলি টুচি, ইসাবেলা রোসেলিনিসহ অনেকে। রাজনৈতিক ড্রামা ঘরানার এই সিনেমায় রোমান ক্যাথলিক চার্চের পোপ নির্বাচন প্রক্রিয়া ও এর ভেতরের জটিলতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিনেমাটি রবার্ট হ্যারিসের বিখ্যাত উপন্যাস ‘কনক্লেভ’ অবলম্বনে তৈরি। ‘পিকক’ প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘কনক্লেভ’।
‘দ্য ব্রুটালিস্ট’
‘দ্য ব্রুটালিস্ট’ সেরা সিনেমা, সেরা নির্মাতা এবং সেরা অভিনেতাসহ ১০ শাখায় মনোনয়ন পেয়েছে। ব্র্যাডি করবেট পরিচালিত এই সিনেমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে লাভি রডেনসজিক ও মিরা নামের এক দম্পতির গল্প উঠে এসেছে। হাঙ্গেরির এই শরণার্থী দম্পতি যুক্তরাষ্ট্রে গিয়ে নুতন জীবন শুরুর স্বপ্ন দেখেব। লাভি পেশায় একজন স্থপতি, যার স্বপ্ন নিজ দক্ষতায় প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু লাভির এই পরিচয় তৈরির পথটা জটিলতায় পূর্ণ। এই পথটা সহজ করতে হলে তার নৈতিকতা বিসর্জন দিতে হবে। যা দিতে নারাজ লাভি। সিনেমার গল্পে শরণার্থীর জীবনের সংগ্রাম, তাদের স্বপ্ন, লড়াই ও নৈতিকতার দিকটি তুলে ধরেছেন নির্মাতা করবেট। ছবিটিতে অভিনয় করেছেন অ্যাড্রিয়েন ব্রডি, ফেলিসিটি জোনস, গাই পিয়ার্স।। সিনেমাটি কেবলমাত্র প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে, এখনো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আসেনি।
‘ডুন’
বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর সিনেমা ‘ডুন’ এর দ্বিতীয় কিস্তি ‘ডুন:পার্ট টু’। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এই সিনেমা অস্কার জিততে মনোনয়ন পেয়েছে ৫ শাখায়। সিনেমার দ্বিতীয় কিস্তিতে দেখা গেছে পল অ্যাট্রেইডস তার পরিবারকে যারা ধ্বংস করেছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য চ্যানি ও ফ্রেমের সঙ্গে এক্ত্রিত হন। সেসময় তাকে নিজের ভালোবাসা এবং মহাবিশ্বের ভাগ্যের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হয়। এই চ্যালেঞ্জ খুব কৌশলেই জয় করে পল। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টিমোতে শ্যালামে, জেন্ডায়া, রেবেককা ফারগুসন। সিনেমাটি এখন নেটফ্লিক্স, ম্যাক্স, হুলু এবং প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।
‘আই’অ্যাম স্টিল হেয়ার’
সত্য ঘটনা অবলম্বনে বানানো সিনেমা ‘আই’অ্যাম স্টিল হেয়ার’। ‘আই’অ্যাম স্টিল হেয়ার’ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে এবং শিগগিরই অ্যাপেল টিভিতে দেখা যাবে। র্যামেল রস পরিচালিত ‘নিকেল বয়েজ’ সিনেমাটি অস্কারে ২টি শাখায় মনোনয়ন পেয়েছে। সিনেমাটি এখনো ওটিটিতে আসেনি, চলছে প্রেক্ষাগৃহে।ে
আরও যেসব
কোরালি ফারগেট পরিচালিত ভৌতিক গল্পের সিনেমা ‘দ্য সাবস্ট্যান্স’ প্রাইম ভিডিও এবং অ্যাপেল টিভিতে দেখা যাচ্ছে। ‘উইকড’ সেরা সিনেমা এবং সেরা অভিনেত্রীসহ ১০ শাখায় মনোনয়ন অস্কারে। জন এম. চু পরিচালিত এই মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমায় অভিনয় করেছেন সিনথিয়া আরিভো, আরিয়ানা গ্রান্দে। সিনেমায় দেখা গেছে সবুজ ত্বকের তরুণী এলফাবারের বন্ধুত্ব গড়ে ওঠে গ্লিন্ডার সঙ্গে। তবে ওজের নামের এক জাদুকরের প্রভাবে তাদের সম্পর্ক ভিন্ন পথে চলতে শুরু করে। সিনেমাটি প্রাইম ভিডিও এবং অ্যাপল টিভি প্লাসে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: চলচ্চিত্র মন্ত্রণালয় করার দাবি, যা বললেন ফারুকী