শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়লেন জামিল আহমেদ
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করলেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন পদত্যাগের। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ১০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ। এর সাড়ে পাঁচ মাস পর পদ ছাড়লেন তিনি। এদিন শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। এ সময় অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।
তবে মহাপরিচালকের পদত্যাগপত্র শিল্পকলার সচিবের গ্রহণের এখতিয়ার নেই। শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকের সামনে বলেন, ‘শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেননি।’
এ সময় সৈয়দ জামিল আহমেদ বর্তমান প্রশাসন এবং সচিবালয়ের অযাচিত হস্তক্ষেপের কথা তুলে ধরে বলেন, তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না। তাই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলার বরাদ্দের ক্ষেত্রে প্রায়ই নানা গড়িমসি করা হয়েছে এবং শিল্পকলার বিকাশে প্রয়োজনীয় বরাদ্দও দেওয়া হয়নি বলে এ সময় অভিযোগ করেনি তিনি।
সৈয়দ জামিল বলেন, উপদেষ্টাদের অসহযোগিতা, শিল্পকলার কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতা এবং দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে তিনি কাজ করতে পারছিলেন না, যা তার পদত্যাগের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে।
গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গত ১২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে ইস্তফা দেন লিয়াকত আলী লাকী। লঅকী এই পদে টানা ১৩ বছর দায়িত্ব পালণ করেন। লাকীর পদত্যাগের প্রেক্ষিতে সৈয়দ জামিল আহমেদকে মহাপরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়।