এক যুগ পরে মুক্তি পেলো কামার আহমেদ সাইমনের সিনেমা ‘অন্যদিন…’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
আজ থেকে এক যুগ আগে কামার আহমাদ সাইমন নির্মাণ করেছিলেন সিনেমা ‘অন্যদিন…’। অনেক জল্পনা শেষে দেশের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি অবশেষে মুক্তি পেয়েছে।
শুক্রবার (১১ জুলাই) থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে সিনেমাটি মুক্তি পেয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় একটি শো পেয়েছে সিনেমাটি। এর আগে প্রায় দুই বছর সেন্সর বোর্ডে চলচ্চিত্রটি আটকে ছিলো।
ঢাকা থেকে ‘রকেট’ নামের স্টিমারটি খুলনার উদ্দেশে রওনা দিয়েছে। যে স্টিমারে নানা বয়স ও শ্রেণি-পেশার যাত্রী আছে। আছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল ছাত্র ও কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। যেতে যেতে স্টিমারে নানা নাটকীয়তা তৈরি হয়। এ সব নাটকীয়তা ও এর আখ্যান নিয়ে গড়ে উঠেছে ‘অন্যদিন’ সিনেমায়। সাইমনের জলত্রয়ীর (ওয়াটার ট্রিলজির) দ্বিতীয় সিনেমা এটি। জলত্রয়ীর প্রথম সিনেমা ‘শুনতে কি পাও!’
সিনেমাটি নিয়ে সাইমন জানিয়েছেন, ২০১৩ সালে ছবিটি শুরু হয়। শুটিং শেষ করে ২০১৭ সালে সম্পাদনার টেবিলে দেওয়া হয়। কোভিডের সময় সিনেমাটিতে আবার এডিটিংশুরু করেন তিনি। ২০২১ সালের জুলাইতে সিনেমাটির সম্পাদনা শেষ হয়েছে। সিনেমাটি নিয়ে বিদেশের অনেক চলচ্চিত্র উৎসবে গেছেন পরিচালক। ছবিটি উৎসবগুলোতে প্রশংসাও কুড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।