গলায় মালা পরানো, সামনে ধূপ প্রবীণ গায়িকা আশা ভোঁশলের। এমন একটি ছবি দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। যা দেখে সবেই ভেবে নিয়েছেন তিনি মারা গেছেন। সেই ছবির নিচে নানা শোকবার্তার কমেন্ট ছড়িয়ে পড়েছে। তবে পরে জানা গেলো সত্য খবর। আসলে বেঁচে আছেন উপমহাদেশের বিখ্যাত এই গুনী শিল্পী।
ভারতের সংবাদমাধ্যমগুলোর খবর বলছে, খবরটি আসলে পুরোটাই ভুয়া। ৯২ বছর বয়সী আশা ভোঁশলে বেঁচে আছেন এবং তিনি সুস্থ আছেন। িএ নিয়ে শিল্পীর ছেলে আনন্দ ভোঁশলে ক্ষোভ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর মা বেঁচে আছেন ও সুস্থ আছেন।
জানা গেছে, শাবানা শেখ নামের একজনের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সেই ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে। ওই পোস্ট দেখে অনেকে গায়িকার বাড়ির সদস্যদের ফোন করেন। ফোনের পর ফোন পেয়ে বিরক্ত আশাপুত্র আনন্দ। তিনি সোশাল মিডিয়ায় বলেন, “একেবারেই ভুয়া খবর। মা ভালো আছেন।”
গত ২৭ জুন আশার স্বামী সংগীত পরিচালক ও গায়ক রাহুল দেববর্মনের ৮৫তম জন্মবার্ষিকী গেছে। সেদিন এক অনুষ্ঠানে আশা গানও গেয়েছেন। আট দশক ধরে ২০টি ভিন্ন ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছিলেন শিল্পী আশা ভোঁশলে। বড় বোন লতা মঙ্গেশকরের হাত ধরে সংগীতজীবনে পা রেখেছিলেন তিনি। ১৯৪৩ সালে তিনি সিনেমায় প্রথম প্লেব্যাক করেন মারাঠি ছবিতে।
১৯৪৮ সালে ‘চুনারিয়া’ ছবিতে ‘খাতু আয়া’ গানের মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রের প্লেব্যাক জগতে তার যাত্রা শুরু। ১৯৪৯ সালে তিনি প্রথম এককভাবে হিন্দি গানে কণ্ঠ দেন। ১৯৮০ সালে তিনি সংগীত পরিচালক রাহুল দেববর্মণকে বিয়ে করেন। এটি ছিলো তার দ্বিতীয় বিয়ে। ১৪ বছর সংসার করার পর রাহুল মারা যান।