কার্লোভি ভেরি উৎসবে বাংলাদেশের ‘বালুর নগরীতে’ পুরস্কৃত
প্রকাশের সময় :
বাংলাদেশী পূর্ণদৈর্ঘ্য ছবি ‘বালুর নগরীতে’ বিশ্বখ্যাত কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৯তম আসরে পুরস্কৃত হয়েছে। মেহেদী হাসান নির্মিত সিনেমাটি ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার অর্জন করে।
১২ জুলাই শনিবার রাতে উৎসবের শেষ দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। সিনেমার ইংরেজি টাইটেল ‘স্যান্ড সিটি’। উৎসবে নির্মাতা মেহেদী হাসানের সঙ্গে সিনেমার কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। সিনেমাটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হাসান। তিনি নিজেও একজন পরিচালক। ‘
ছবির পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন, সিনেমাটির মূল গল্প নগরের বালুকে ঘিরে। পাশাপাশি দুই গল্পের একটিতে দেখা যাবে এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা, যে বিড়ালের ক্যাট লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করে। বালু সংগ্রহ করতে গিয়ে এমা একদিন বিচ্ছিন্ন আঙুল খুঁজে পায়। এই রহস্য নাটকীয়ভাবে গল্পে পরিবর্তন নিয়ে আসে। সিনেমায় আরেকটি চরিত্র সামনে আসে, তার নাম হাসান। এই চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার। এই হাসান বালুর প্ল্যান্টে কাজ করে। সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে বাড়িতেই কাচ তৈরির চেষ্টা করতে থাকে হাসান। তার স্বপ্ন, একদিন সে কাচের ফ্যাক্টরির মালিক হবে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংসাত্মক, উদ্ভট পরিকল্পনার দিকে নিয়ে যায়।
চেক প্রজাতন্ত্রের এই উৎসব শুরু হয়েছে ৪ জুলাই। উৎসবটি শেষ হয় ১২ জুলাই। উৎসবের প্রধান অফিশিয়াল বিভাগ ক্রিস্টাল গ্লোব। এই শাখায় পুরস্কার পেয়েছে চেক প্রজাতন্ত্রের সিনেমা ‘বেটার গো ম্যাড ইন দ্য ওয়াইল্ড’, পরিচালক মিরো রেমো। এটিকেই ধরা হয় উৎসবের সেরা সিনেমা হিসেবে। উৎসবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিভাগ প্রক্সিমা কম্পিটিশন।