প্রয়াত হলেন কিংবদন্তী মার্কিন গায়িকা কনি ফ্রান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর। তার কপিরাইট ও রয়্যালটির ব্যবস্থাপক রন রবার্টস শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, “ভারী মন এবং চরম দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আমার প্রিয় বন্ধু কনি ফ্রান্সিস গত রাতেই আমাদের ছেড়ে গেছেন। আমি জানি, কনি চেয়েছিলেন তার ভক্তরাই যেন প্রথম এই দুঃসংবাদটি জানতে পারেন।”
১৯৬১ সালের ‘এভরিবডিস সামবডিস ফোল’ এবং ১৯৬২ সালের ‘প্রিটি লিটল বেবি’ গানের জন্য সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন কনি ফ্রান্সিস।‘প্রিটি লিটল বেবি’ গানটি সম্প্রতি টিকটকে ব্যপক ভাইরাল হয়েছে। এ নিয়ে কনি ফ্রান্সিস নিজেই টিকটকে যোগ দেন। এখন পর্যন্ত গানটি ১৭ মিলিয়নের বেশি ভিডিওতে ব্যবহার হয়েছে এবং বিশ্বজুড়ে ২৭ বিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
তখন ফ্রান্সিস বলেছিলেন, “আমার ১৯৬২ সালের রেকর্ডিং ‘প্রিটি লিটল বেবি’–এর এই নতুন করে বিশ্বজোড়া আলোচনায় আমি অভিভূত এবং রোমাঞ্চিত। ৬৩ বছর আগে রেকর্ড করা একটি গান নতুন প্রজন্মের শ্রোতাদের মন জয় করছে—এটি আমার জন্য সত্যিই অভাবনীয়।” ।
১৯৬২ সালে প্রকাশিত হয় প্রিটি লিটল বেবি গানটি। এ বছরের মে মাসে গানটি প্রথমবারের মতো স্পটিফাই-এর গ্লোবাল এবং ইউএস চার্টে প্রবেশ করে।
কনি ফ্রান্সিস ১৯৩৭ সালের ১২ ডিসেম্বর নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল কনচেটা রোসা মারিয়া ফ্রাঙ্কোনেরো। সারা জীবনে বিশ্বব্যাপী তিনি আনুমানিক ২০ কোটিরও বেশি রেকর্ড বিক্রি করেছেন৷