কালচারাল ইয়ার্ড ডেস্ক:
স্কুল পড়ুয়া কিশোরী মিনা পাল ষাটের দশকে সুভাষ দত্তের ‘সুতরাং’ চলচ্চিত্রের মাধ্যমে পা রাখেন বাংলাদেশী চলচ্চিত্র জগতে। চলচ্চিত্রে এসে যিনি হয়ে উঠিছিলেন চিত্রনায়িকা ‘কবরী’। কবরীর ৭৫তম জন্মবার্ষিকী আজ ১৯ জুলাই শনিবার। দিনটিকে ঘিরে নানা আয়োজন ও শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এ দিনে চ্যানেল আই তিন দিনব্যাপী নানা আয়োজনের আয়োজন করেছে।
ওই আয়োজনে রয়েছে কবরী অভিনীত চলচ্চিত্র। রয়েছে সিনেমার গান ও মৃত্যুর আগে দেওয়া তার বিশেষ সাক্ষাৎকার।
এক বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, শনিবার প্রচারিত হবে কবরী অভিনীত সিনেমা ‘মাসুদ রানা’, রোববার প্রচার হবে ‘বধূ বিদায়’ ও সোমবার দেখানো হবে সিনেমা ‘বিনিময়’। সিনেমা ছাড়াও কবরী অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গান নিয়ে থাকছে আয়োজন ‘এবং সিনেমার গান’।
রোববার বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচারিত হবে আবদুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় কবরীর শেষ সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘কিউট সাময়িকী’। সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে অভিনেত্রী মৌসুমীর উপস্থাপনায় কবরীর পঞ্চাশ বছরের অভিনয় জীবন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘অভিনেত্রীর পঞ্চাশ বছর’ প্রচারিত হবে।
১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ কবরী। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। মাত্র ১৪ বছর বয়সে নির্মাতা সুভাষ দত্তের ‘সুতরাং’ চলচ্চিত্রে অভিষেকের মধ্য দিয়ে সিনেমায় হাতেখড়ি কবরীর। প্রথম চলচ্চিত্রে দর্শকদের গ্রহণযোগ্যতা পাওয়ার পর ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’, জহির রায়হানের ‘বাহানা’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে ‘সাত ভাই চম্পা’, ‘আবির্ভাব’, ‘ময়নামতি’, ‘নীল আকাশের নীচে’, ‘ক খ গ ঘ ঙ’, ‘দর্প চূর্ণ’, ‘কাঁচ কাটা হীরে’, ‘দীপ নেভে নাই’, ‘স্মৃতিটুকু থাক’, ‘রংবাজ’, ‘লালন ফকির’সহ অসংখ্য চলচ্চিত্র।
‘সারেং বউ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি কবরী সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেছেন। তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। সংসদ সদস্যও হয়েছিলেন তিনি।
কোভিড আক্রান্ত হয়ে ২০২১ সালের ১৭ এপ্রিল প্রয়াত হয়েছেন সারাহ বেগম কবরী।