কালচারাল ইয়ার্ড ডেস্ক:
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরায় ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেকে। ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিউটে তিল ধারণের ঠাঁই নেই। এ ঘটনায় পুরো জাতি শোকে কাতর। এই শোক ছড়িয়ে গেছে শোবিজ অঙ্গনেও। এ অঙ্গনের তারকারা এই ঘটনায় ব্যাথিত। শোকে কাতর তারারা সামাজিক মাধ্যমে নিজেদের শোকের বহিপ্রকাশ ঘটাচ্ছেন।
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তার সোস্যাল হ্যান্ডেলে লিখেছেন,“রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।”
চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন,“মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, বহু শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ, হতাহতের আশঙ্কা! আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।” চিত্রতারকা সিয়াম আহমেদ লিখেছেন,“মনটা মরে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।” এসময় তিনি বিভিন্ন হাসপাতালে আহতদের রক্তের চাহিদা নিয়েও কথা বলেন। সিয়াম লিখেন,“ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে শুরু করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজসহ উত্তরার আশেপাশের হাসপাতালগুলোতে রক্ত লাগছে; রক্তদানে আগ্রহীরা এই হাসপাতালগুলোতে দ্রুত ছুটে যান, প্লিজ!”
চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুন লিখেছেন,“আশা করি সেখানে কোনো প্রাণহানি হয়নি!” নির্মাতা কাজল আরেফিন অমি শোক জানিয়ে লিখেন, “প্রে ফর মাইলস্টোন।” অভিনেত্রী তাসনিয়া ফারিণও অমির মতোই একই বাক্য লিখে ফেসবুক পোস্ট লিখেছেন। চিত্রনায়ক নিরব লিখেছেন, “ঢাকার উত্তরা মাইলস্টোন কলেজের কাছে বিমান দুর্ঘটনায় সংশ্লিষ্ট সকলের জন্য হৃদয় থেকে প্রার্থনা। আল্লাহ যেন শান্তি, সুরক্ষা ও দ্রুত সুস্থতা দান করেন।
চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা বাবাকে ধৈর্য দান করুন।’ মাহিয়া মাহি লিখেছেন, ‘বাচ্চাগুলোর মধ্যে আমি আমার ফারিশকে দেখতে পাচ্ছি শুধু। আল্লাহ তুমি ওদের কষ্ট দিও না প্লিজ।’ তমা মির্জা লিখেছেন, ‘আল্লাহ দয়া করে নিষ্পাপ বাচ্চাগুলোকে সাহায্য করুন এবং রক্ষা করুন। সকল বাচ্চা, শিক্ষক এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।‘
ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শোক জানিয়ে পোস্ট করে লিখেছেন,“দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ও আহত ছবি বা ভিডিও কেউ আপলোড করবেন না।” অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, “উত্তরা দিয়াবাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও বিস্মিত।
সবার জন্য প্রার্থনা রইল!” অভিনেতা রওনক হাসান লিখেছেন, “বুক কেঁপে উঠছে! শিউরে উঠছি!! অনুগ্রহ করে দগ্ধ শিশুদের ছবি, ভিডিও পোস্ট করবেন না।”
অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করুন।’
কণ্ঠশিল্পী পড়শি লিখেছেন, ‘এই মুহূর্তে যারা উত্তরার মাইলস্টোন স্কুল এলাকায় আছেন, বিনীত অনুরোধ, অনর্থক ভিড় করবেন না। এটি রেসকিউ কার্যক্রম এবং অ্যাম্বুলেন্সের চলাচলে বাধা সৃষ্টি করবে। উদ্ধারকাজে সহযোগিতা করুন।’
অভিনেতা রাশেদ মামুন অপু লিখেছেন, ‘ইয়া আল্লাহ, তুমি রহম করো।’
এক শিক্ষার্থীর আইডি কার্ড শেয়ার করে চিত্রনায়িকা পূজা চেরি লিখেছেন, ‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত এই শিশুটিকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এখন পর্যন্ত তার কোনও পরিচিত বা অভিভাবক খুঁজে পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন বা তার পরিবার বা স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে এই নম্বরে দ্রুত যোগাযোগ করতে বলুন-০১৮১১-৬৯৬০৩৩। হে সৃষ্টিকর্তা, সবাইকে রক্ষা করো।’
কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন,“এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি! উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে বিমান বিধ্বস্ত। মন থেকে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে, বাচ্চাগুলো এবং সেইখানে অবস্থানরত সবার জন্য।” ব্যান্ড শূন্য তাদের পেজ থেকে আহতদের জন্য প্রার্থনা জানিয়ে লিখেছে,“উত্তরার প্লেন দুর্ঘটনায় আমরা শোকাহত। ছোট ছোট বাচ্চাগুলোর জন্য প্রার্থনা করুন।”
কুড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান লিখেছেন, “জরুরী কাজ ছাড়া অন্তত পরবর্তী ২-৩ ঘন্টা কেউ ঢাকার রাস্তায় বের হবেন না। আমার ভাইবোন দের দ্রুততম সময়ের মাঝে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর এর কাজ এখন চলমান রয়েছে।”
অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, “ভালো লাগছে না কিছু। চোখের সামনে কত বাচ্চার ঝলসানো শরীর দেখলাম.. আল্লাহ, কী দোষ বাচ্চাগুলোর? আহারে, ওরা তো শুধু তাদের স্কুলে ক্লাস করছিল! মা-বাবাগুলোর বুক খালি করে দিয়েন না আল্লাহ! সবাই যার যার জায়গা থেকে হতাহতদের জন্য দোয়া করি।”
তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’