রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকে স্তব্ধ পুরো জাতি। প্রাণ হারিয়েছে এখন পর্যন্ত ২২ জন। এদের মধ্যে বেশিরভাগই শিশু। এ ঘটনায় নিজেদের কষ্ট, ক্ষোভ ও অনুভূতির প্রকাশ করছেন সবাই। শোবিজের তারকারাও নিজেদের অনুভূতির প্রকাশ ঘটানোর চেষ্টা করেছন। তবে এ ঘটনা সইতে না পেরে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমায় নায়িকা পরীমনি। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
এক ফেসবুক পোস্টে পরীমনি লিখেছেন এ বিষয়ে। তিনি লিখেছেন, আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকর ভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপ ভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে এডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……।