বিশ্বের সেরা পপস্টার মাইকেল জ্যাকসন। কয়েক প্রজন্ম বয়ে চলছে তার জনপ্রিয়তা। যে জনপ্রিয়তা ছড়িয়েছে পশ্চিম থেকে পূবে, উত্তর থেকে দক্ষিণে। মাইকেল জ্যাকসন প্রয়াত হয়েছেন ১৬ বছর। এখনও তাকে নিয়ে ক্রেজ সর্বত্র। তাঁর ভক্তকূলের সংখ্যা অগনিত। এই ভক্তদের জন্য এবার সুখবর। পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মাণ হবে সিনেমা। অর্থাৎ সিনেমার পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক।
মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত জীবন, তাঁর তারকা হয়ে ওঠার গল্প সবকিছুই থাকবে এই সিনেমায়। আসছে অক্টোবর মাসে সিনেমাটি মুক্তি হওয়ার কথা থাকলেও কয়েক দফায় এর নির্মাণ তারিখ পিছিয়েছে। অবশেষে জানা গেলো আগামী বছর ২০২৬ সালের ২৪ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।
প্রযোজনা সংস্থা গ্রাহাম কিংঅ্যান্টইনের বরাতে এ খবর জানা গেছে। জন লোগানের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন ফুকুয়া। মাইকেল জ্যাকসনের ভাইপো জাফর জ্যাকসন এর মূল ভূমিকায় অভিনয় করবেন।
২০২৪ সালে সিনেমাটির শ্যুটিং শেষ হয়। কিন্তু পরবর্তী সময়ে শ্যুটিংয়ের বেশ কিছুটা অংশ বাদ দিয়ে আবার নতুনভাবে কাজ করা হয়েছে। প্রথমে দুটি পর্বে এই সিনেমাটি দেখানোর কথা থাকলেও পরে সিদ্ধান্ত নেওয়া হয় দুটি পর্বে নয় বরং একটি পর্বেই ছবিটি মুক্তি দেওয়া হবে।