পাকিস্তানের শোবিজে আবারও রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে। পাকিস্তানি টিকটক তারকা সুমীরা রাজপুতের মৃত্যু হয়েছে। পাকিস্তানের সিন্ধ প্রদেশে তার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু তার মৃত্যু নিয়ে রহস্য ঘণীভূত হচ্ছে। সুমীরার মেয়ে দাবি করেছে, তাকে বিষ খাইয়ে খুন করা হয়েছে। এমনকি সুমীরাকে জোর করে বিয়ে দেওয়া হয় বলেও জানিয়েছে তার মেয়ে।
সুমীরার মেয়েকে এ ব্যপারে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুমীরার ময়নাতদন্ত রিপোর্টও প্রকাশ পেয়েছে। বিষক্রিয়ার জেরেই তার মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে রিপোর্ট।
সুমীরার কন্যা ছাড়া পরিবারের অন্য কেউ এই মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করেননি। এই ঘটনায় বাবু রাজপুত ও মহম্মদ ইমরান নামে দুই ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনও এফআইআর দায়ের হয়নি।
পাকিস্তানে যথেষ্ট জনপ্রিয় সুমীরা। টিকটকে তাঁর ৫৮ হাজার ফলোয়ার। এক একটি ভিডিয়োয় লক্ষ লক্ষ ‘ভিউ’ হয়। এর আগে পাকিস্তানের আরও এক তারকা সানা ইউসুফের রহস্যজনক মৃত্যু হয়। যা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের বাড়িতেই খুন হয়েছিলেন ১৭ বছর বয়সি সানা।
এর আগে মাসখানেক আগে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যুও শিরোনামে উঠে এসেছে। মৃত্যুর ৯ মাস পরে তার ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়।