আগামী ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ ই অগাস্ট ২০২৫ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। এ দিনে গানচিত্র ‘শ্রাবণের ধারার মত’ প্রকাশিত হচ্ছে। বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি ড. রেজওয়ানা চৌধুরী বন্যা ও এ প্রজন্মের রবীন্দ্র সংগীতশিল্পী স্বপ্নীল সজীব এ গানে কন্ঠ দিয়েছেন। গানচিত্রটির ভাবনা ও সৃজন নির্দেশনায় স্বপ্নীল সজীব।
“বিথিকা” ও “গীতাঞ্জলি” থেকে নির্বাচিত কবিতার পঙ্ক্তিমালা দিয়ে রচিত হয়েছে “শ্রাবণের ধারার মত” গান। এতে আবৃত্তি করেছেন নন্দিত আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক। সংগীতায়োজনে রয়েছেন নীলাঞ্জন ঘোষ।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “এই গানটি গাওয়ার সময় মনে হয়েছিল, যেন নিজের ভেতরের এক স্তব্ধ প্রার্থনা জেগে উঠছে। রবীন্দ্রনাথ যে কেবল সুরের কবি নন, তিনি হৃদয়ের স্তব্ধতারও কবি—এই গানচিত্রে আমরা সেটাই প্রকাশ করতে চেয়েছি। শ্রাবণ মানেই তো এক ধ্যান, এক অর্ঘ্য। আমি গভীর শ্রদ্ধায় এই নিবেদন করলাম কবিগুরুকে।”
স্বপ্নীল সজীব বলেন, “আমি চেয়েছিলাম শ্রোতারা যেন শুধু গান শোনেন না, অনুভব করেন। শ্রাবণের ধারার মত যে ভেজা-কান্না, সেই মনস্তাত্ত্বিক অনুভবটুকু শব্দে, সুরে ও কবিতায় ফুটে উঠুক। বন্যাদি সঙ্গে থাকায় এই যাত্রা হয়ে উঠেছে জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান।”