ফের শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হবে এ শো।
৭ আগস্ট বৃহস্পতিবার সকালে এ প্রতিযোগিতার পঞ্চম আসরের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে রাজধানীর একটি অভিজাত হোটেলে। জমকালো ও আনন্দঘন পরিবেশে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে এই শো’র লোগো উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, অডিশন শেষে নির্বাচিতরা গ্রুমিং ও মাস্টার সিলেকশন পর্বে অংশ নেবেন। এরপর স্টুডিও রাউন্ড ও চূড়ান্ত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন বাউল শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, মিডিয়াকমের সিইও ও মাছরাঙা টিভির নির্বাহী পরিচালক অজয় কুমার কুন্ডু এবং স্কয়ারের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান।
২০১৩ সালে শুরু হওয়া এই আয়োজন শুধুমাত্র সংগীত প্রতিযোগিতা নয়, এটি বাংলার লোকগানের ঐতিহ্য রক্ষায় একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। শো-এর গান প্রকাশিত হয়েছে স্পটিফাইসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও। প্রকাশিত হয়েছে ‘লোকগানের শুদ্ধ সংকলন’ নামে একটি বইও। ‘ম্যাজিক বাউলিয়ানার পঞ্চম আসরে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে মিডিয়াকম লিমিটেড ও ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ।