বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান ও পরিচালক ফারাহ খানের বন্ধুত্ব অনেক দিনের। একসঙ্গে কাজ করেছেন বেশ কিছু হিট সিনেমায়ও। তবে সম্প্রতি শাহরুখ খান মজা করেই ফারাহর বিরুদ্ধে অভিযোগ তুললেন এবং তাঁকে ক্ষমা চাইতে বললেন। কারণটা অবশ্যই দারুণ মজার!
সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান তাঁর প্রথম শো “The Ba*ds of Bollywood”**-এর প্রথম গান “Badli Si Hawa” প্রকাশ করেছে। গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং বহু তারকা এর প্রশংসা করেন। ফারাহ খানও গানটি শেয়ার করেন। তিনি একটি রিল বানান যেখানে তাঁর রান্নাঘরের রাঁধুনি দিলীপ গানটির হুক স্টেপ করার চেষ্টা করছেন। আশেপাশে থাকা অন্যান্য রাঁধুনিরা মজা করে তা দেখছিলেন। ফারাহ তাঁকে প্রশ্ন করলে দিলীপ জানান— তিনি আরিয়ান খানের গানের স্টেপ করার চেষ্টা করছেন।
ফারাহ তখন ভিডিওর ক্যাপশনে মজা করে লিখেছিলেন:
“আমার ক্ষমা প্রার্থনা @iamsrk @gaurikhan এবং @aryan -এর কাছে, দিলীপের উৎসাহের জন্য! তবে গানটাই এত সুন্দর যে সে নিজেকে আটকাতে পারেনি!
এরপর শাহরুখ খান নিজেই কমেন্টে লিখলেন— “তোমারই ক্ষমা চাওয়া উচিত, কারণ ৩০ বছরের পরিচালনায় তুমি আমাকে কখনোই দিলীপের মতো অসাধারণ ডান্স স্টেপ দাওনি!! তবুও তোমাকে ভালোবাসি।”
এই মজার কমেন্টে হাসিতে ফেটে পড়েন নেটিজেনরা।
এদিকে, আরিয়ান খানের তৈরি সিরিজ “The Ba*ds of Bollywood”** সহ-স্রষ্টা বিলাল সিদ্দিকী ও মানব চৌহানের সাথে নির্মিত হয়েছে। এটি হিন্দি চলচ্চিত্র শিল্পকে কেন্দ্র করে নির্মিত একটি ব্যঙ্গাত্মক শো। মুখ্য ভূমিকায় আছেন লক্ষয় ও সাহের বাম্বা। এছাড়া অভিনয় করেছেন মনোজ পাহওয়া, রাঘব জুয়াল, মনীশ চৌধুরী, গৌতমি কাপুরসহ আরও অনেকে।