সাবিনা ইয়াসমিনকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণে শাইখ সিরাজ
প্রকাশের সময় :
বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এবার তাঁর জীবন ও কর্মের উপর ভিত্তি করে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করলেন দেশের গণমাধ্যমের প্রথিতযশা ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি ডকুফিল্মটির নাম দিয়েছেন জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’।
এ বিষয়ে ২৬ আগস্ট মঙ্গলবার বিকেলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে নিয়ে ডকুফিল্মটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সাবিনা ইয়াসমিনও অংশ নেন। বিশেষ প্রদর্শনীর আগে চ্যানেল আই কার্যালয়ে এসে পৌঁছালে সাবিনা ইয়াসমিনকে লালগালিচা সংবর্ধনাসহ ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাইখ সিরাজ।
সাবিনা ইয়াসমিন নিজের উপর করা চলচ্চিত্রটি দেখে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘অনুভূতি প্রকাশ করতে পারছি না। কীভাবে প্রকাশ করব বুঝতেও পারছি না। শাইখ সিরাজ ভাই আমাকে নিয়ে এমন সুন্দর এক ডকুফিল্ম নির্মাণ করেছেন, যা দেখে আমি অবাক হয়েছি। এতটা দারুণ আর গোছানো হবে আমি ভাবিনি।’
‘জুঁইফুল : সাবিনা ইয়াসমিন’-চলচ্চিত্রে ষাটের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সাবিনা ইয়াসমিনের দীর্ঘ সঙ্গীতযাত্রা, সংগ্রাম, সাফল্য এবং স্মৃতিময় গল্পগুলো তুলে ধরা হয়েছে। শিল্পীর তিন ধাপে সাক্ষাৎকার নিয়েছিলেন শাইখ সিরাজ। সাবিনা ইয়াসমিনের শিল্পী জীবনের হাসি, আবেগ আর অজানা অনেক অধ্যায় ফিল্মটিতে ফুটে উঠেছে।
ডকুফিল্ম সম্পর্কে শাইখ সিরাজ জানিয়েছেন, এই ডকুফিল্ম নির্মাণের আগে সবচেয়ে বেশি সময় দিতে হয়েছে গবেষণায়। আর শুটিং সম্পন্ন হওয়ার পর সময় ব্যয় হয়েছে সম্পাদনায়। তিনি জানান, ‘জুঁই ফুল’ : সাবিনা ইয়াসমিন চলচ্চিত্রটি আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ২টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।