জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে জনপ্রিয় গান ‘সাঁঝের আঁচলে’–এর উপর একটি মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিরিন চৌধুরী, ভিডিওতে মডেল হয়েছেন নন্দিত অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। সঙ্গীত পরিচালনায় আছেন প্রান্তিক সুর।
সম্প্রতি ভিডিওটির টিজার প্রকাশ করা হয়েছে। মিউজিক ফিল্মটি সিংগিস্টিক ইউটিউব চ্যানেল ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হবে বলে জানিয়েছেন নির্মাতা। এই কাজ নিয়ে বিজরী বরকতউল্লাহ বলেন, “চয়নিকা বৌদি যখন প্রস্তাবটি দেন, আমি সঙ্গে সঙ্গে রাজী হয়ে যাই। গানটি শুনে আমি অত্যন্ত ভালো লেগেছে। শিরিনের কণ্ঠ ও ভিডিও কনসেপ্ট আমার দারুণ লেগেছে। আশা করি দর্শকও উপভোগ করবেন।”
নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, “ঢাকার রোজ গার্ডেন আমার খুব প্রিয় শুটিং লোকেশন। সেখানে এবং উত্তরা এলাকায় মাত্র এক দিনে ‘সাঁঝের আঁচলে’–এর ভিডিও শুটিং সম্পন্ন করেছি। গানটির সুরে নরম সুফি-মেজাজ আছে, যা আমার ভীষণ প্রিয়। শিরিন অসাধারণভাবে গানটি গেয়েছেন।”