অভিবাসীদের পক্ষে কিম কার্দাশিয়ান, ট্রাম্পের নীতিকে আক্রমণ
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিকে আবারও অমানবিক আখ্যা দিলেন অভিনেত্রী ও মডেল কিম কার্দাশিয়ান। ইতালির ভেনিসে ডিভিএফ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “অভিবাসীরা আমাদের প্রতিবেশী, বন্ধু, সহপাঠী, সহকর্মী এবং পরিবার।”
কারাগার সংস্কারে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত কার্দাশিয়ান অভিবাসীদের অবদানকে যুক্তরাষ্ট্রের অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, সরকারের ভাষ্যে আইসিই অভিযানের লক্ষ্য অপরাধীরা হলেও বাস্তবে ভুক্তভোগী হচ্ছেন শ্রমজীবী, পরিশ্রমী মানুষরা।
কার্দাশিয়ান বলেন, “লস অ্যাঞ্জেলেসে বড় হতে হতে আমি দেখেছি অভিবাসীরা কিভাবে শহরের কাঠামোর সঙ্গে মিশে আছেন। আমাদের সম্প্রদায় তাদের অবদানের কারণেই সমৃদ্ধ। নিরীহ মানুষদের পরিবার থেকে অমানবিকভাবে সরিয়ে নেওয়া হলে চুপ করে থাকা যায় না।”
ট্রাম্প পরিবারের সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও তিনি অভিবাসন ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছেন। এর আগে ট্রাম্পের সঙ্গে ফৌজদারি বিচার সংস্কার নিয়ে আলোচনায় বসে তার সমর্থনও পেয়েছিলেন তিনি।
কার্দাশিয়ান কয়েক বছর ধরে অপরাধ বিচার সংস্কার আন্দোলনে সক্রিয়। চলতি বছরের মে মাসে তিনি চার বছরের ‘ল অফিস স্টাডি প্রোগ্রাম’ শেষ করেছেন এবং জুলাইয়ে ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষা দিয়েছেন। এর আগে তার প্রচেষ্টায় সামান্য মাদক অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া র্যাপার ক্রিস ইয়াংয়ের সাজা কমিয়ে দেন ট্রাম্প।