জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত হাওরের প্রকৃতি ও রহস্যকাহিনী নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নাওবিবি’। শাহ মুহাম্মদ মোশাহিদের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মশিউর রহমান কায়েস।
গল্পে দেখা যাবে, হাওরে আসা এক পর্যটক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন। পানিতে আগুন জ্বলে ওঠা এবং রহস্যময় তরুণী ‘মায়া’র আবির্ভাবকে কেন্দ্র করে হাওরের আবেগ, সংস্কৃতি ও জলবায়ুর বাস্তবতা ফুটে উঠবে।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহাফুজ মুন্না ও ইসরাত জাহান পমি। আরও আছেন শাহ শান্ত ও শাহ ওবায়েদ নেহান। কিশোরগঞ্জের নিকলী ও করিমগঞ্জে শুটিং শেষ হয়েছে এরই মধ্যে।
নির্মাতা কায়েস জানিয়েছেন, পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হলে ‘নাওবিবি’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে।