কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) আজ থেকে শুরু হলো। কানাডার টরন্টো শহরজুড়ে টানা দশ দিনব্যাপী চলবে এই উৎসব। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক তারকাদের আনাগোনা, ঝলমলে প্রিমিয়ার আর লালগালিচার আয়োজনকে ঘিরে পুরো শহরই রূপ নেবে উৎসবের নগরে।
উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হচ্ছে কলিন হ্যাঙ্কস পরিচালিত ডকুমেন্টারি “জন ক্যান্ডি: আই লাইক মি”। প্রয়াত কানাডীয় কৌতুকশিল্পী জন ক্যান্ডিকে শ্রদ্ধা জানিয়ে নির্মিত এ কাজেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো টিআইএফএফ-এর সুবর্ণ আসর। আর সমাপনী প্রদর্শনীতে থাকছে আন্নে এমন্ডের রোমান্টিক কমেডি “পিক এভরিথিং”।
এবারের আয়োজনে ২৯১টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে বিশ্বের নানা প্রান্ত থেকে। আলোচিত বেশ কিছু সিনেমার প্রিমিয়ারও হবে এখানে। এর মধ্যে রয়েছে— ব্যাড অ্যাপলস, ব্যালাড অব আ স্মল প্লেয়ার, ক্রিস্টি, ডেড ম্যান’স ওয়্যার, ডিগ্রাসি: হোয়াটএভার ইট টেইক্স, ফ্রাঙ্কেনস্টাইন, মাইল এন্ড কিক্স, রেন্টাল ফ্যামিলি এবং দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন।
শুধু সিনেমা নয়, দর্শকদের জন্যও থাকছে বিচিত্র আয়োজন। ‘ফেস্টিভ্যাল স্ট্রিট’-এর দশম বর্ষ উপলক্ষে কিং স্ট্রিট ওয়েস্ট চার দিন ধরে রূপ নেবে পথচারীদের জন্য উন্মুক্ত বিনোদনমেলায় (৫-৮ সেপ্টেম্বর)। থাকছে সংগীত, খাবার, শিল্পকলা ও সাংস্কৃতিক উৎসব। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় ডেভিড পেকট স্কয়ারে খোলা আকাশের নিচে সিনেমা প্রদর্শনী হবে।
তারকাদের ভিড়ও এবারের উৎসবে বিশেষ আকর্ষণ। লালগালিচায় দেখা যেতে পারে হলিউডের জনপ্রিয় মুখ— অ্যাঞ্জেলিনা জোলি, স্কারলেট জোহানসন, কিলিয়ান মারফি, ড্যানিয়েল ক্রেগ, ইদ্রিস এলবা, কিয়ানু রিভস, জোডি ফস্টার, রায়ান রেনল্ডস, স্যান্ড্রা ওহ, ম্যাথিউ ম্যাককনাহে, এল ফ্যানিং, আমেরিকা ফেরেরাসহ আরও অনেককে।
অর্ধশতবর্ষ পূর্তির এ আয়োজন তাই শুধু চলচ্চিত্র নয়, হয়ে উঠছে টরন্টো শহরের এক মহোৎসব।