গাজায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনি গণহত্যার অভিযোগ ঘিরে এবার বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের তারকারা সরব হয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক অঙ্গীকারপত্রে বিশ্বের নামকরা ১,৮০০-এর বেশি অভিনেতা, প্রযোজক ও শিল্পী ঘোষণা দিয়েছেন— তারা এমন কোনো ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন না, যেগুলো ‘গণহত্যা ও বর্ণবাদের সঙ্গে জড়িত’।
এই তালিকায় আছেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, স্প্যানিশ তারকা জাভিয়ার বারদেম, ব্রিটিশ নির্মাতা কেন লোচ, অভিনেতা মার্ক রাফালো, মেক্সিকান তারকা গায়েল গার্সিয়া বার্নেল, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ, এমনকি টিল্ডা সুইন্টন ও সিন্থিয়া নিকসন-এর মতো তারকারাও।
বর্ণবাদের বিরুদ্ধে ঐতিহাসিক অনুপ্রেরণা
অঙ্গীকারপত্রে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় যেভাবে শিল্পীরা সাংস্কৃতিক বয়কট করেছিলেন, ঠিক তেমনভাবেই এবার তারা ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোকে বর্জন করছেন।
তাদের ভাষায়—
“আমরা প্রতিজ্ঞা করছি, আমাদের কোনো চলচ্চিত্র প্রদর্শন করব না কিংবা কোনো উৎসব, সিনেমা হল, সম্প্রচার সংস্থা বা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হব না— যেগুলো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও বর্ণবাদের সহযোগী।”
তবে এই ঘোষণা স্পষ্ট করে দিয়েছে— এটি কোনো ব্যক্তিকে নয়, বরং ইসরায়েলি রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করেই দেওয়া বয়কট।
গাজার প্রেক্ষাপট
ঘোষণাটি এসেছে এমন সময়ে, যখন গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হাজারো শিশু দুর্ভিক্ষ ও অপুষ্টির ঝুঁকিতে। আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞরা এসব পদক্ষেপকে ‘গণহত্যামূলক’ বলে আখ্যা দিচ্ছেন, যা আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক মতামতকেও প্রতিধ্বনিত করছে।
অন্যদিকে ইসরায়েল দাবি করছে— এটি নিছক বৈষম্যমূলক প্রচারণা। তাদের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২০০ মানুষ নিহত ও শতাধিক জিম্মি হওয়ার প্রতিক্রিয়ায় তারা আত্মরক্ষার্থেই সামরিক অভিযান চালাচ্ছে।
চলচ্চিত্র ও প্রতিরোধের কণ্ঠ
বয়কট ঘোষণার পাশাপাশি সাম্প্রতিক ভেনিস চলচ্চিত্র উৎসবও এ প্রসঙ্গে আলোচনায় এসেছে। সেখানে প্রদর্শিত হয় ডকুমেন্টারি ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’, যা গাজায় নিহত পাঁচ বছরের এক ফিলিস্তিনি শিশুর করুণ কাহিনি তুলে ধরে। ছবিটি রেকর্ড সময়ের জন্য স্ট্যান্ডিং অভেশন পায়। উল্লেখযোগ্যভাবে, এর নির্বাহী প্রযোজক ছিলেন হলিউড তারকা ব্র্যাড পিট ও জোয়াকিন ফিনিক্স।
সাংস্কৃতিক প্রতিরোধের নতুন ধাপ
বিশ্বমাধ্যমে গাজার ধ্বংসস্তূপ ও ক্ষুধার্ত শিশুদের ছবি যত ছড়িয়ে পড়ছে, ততই ইসরায়েলের বিরুদ্ধে শিল্প ও সংস্কৃতি জগতের প্রতিবাদ তীব্র হচ্ছে। এই প্রেক্ষাপটে ১,৮০০ তারকার যৌথ বয়কট অঙ্গীকার নিঃসন্দেহে সাংস্কৃতিক বিদ্রোহকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।