পাকিস্তানের নায়ক, ভারতের নায়িকা নিয়ে আসছে আলোচিত সিনেমা ‘আবির গুলাল’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
কয়েক দফায় মুক্তি স্থগিত ও নানা জল্পনার পর অবশেষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও বলিউড অভিনেত্রী বাণী কাপুর অভিনীত রোমান্টিক ড্রামা ‘আবির গুলাল’। বিশ্বের বিভিন্ন দেশে ১২ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেলেও ভারত বাদ পড়ায় ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। তবে এবার জানা গেছে, আগামী ২৬ সেপ্টেম্বর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড (ইউকে) ছবিটি ভারতে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, ছবির সহজ-সরল প্রেমকাহিনি এখানকার দর্শকদেরও মন ছুঁয়ে যাবে। তাছাড়া ওই সপ্তাহে অন্য কোনো বড় বাজেটের ছবি না থাকায় বক্স অফিসেও একক দৌড়ে এগিয়ে থাকার সুযোগ পাচ্ছে ‘আবির গুলাল’।
২০১৬ সালের অ্যায় দিল হ্যায় মুশকিল–এর পর এটাই বলিউডে ফাওয়াদ খানের প্রথম ছবি। দীর্ঘ আট বছর পর তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে ভক্তদের আগ্রহ প্রবল। তবে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন, বিশেষ করে উরি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা এবং চলতি বছর কাশ্মীরের পেহেলগাম হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর কারণে ছবির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে। এ কারণে মুক্তির তারিখ একাধিকবার পিছিয়ে যায়।
ছবিতে দেখা যাবে গুলালকে (বাণী কাপুর), যে বিয়ের আসর থেকে পালিয়ে লন্ডনে গিয়ে পরিচিত হয় আবিরের (ফাওয়াদ খান) সঙ্গে। আবির অতীতের বোঝা বহন করা এক রেস্তোরাঁ ব্যবসায়ী। ভিন্ন মেজাজের দুই মানুষের মধ্যে শুরু হয় সংঘাত, যা ধীরে ধীরে রূপ নেয় কোমল প্রেমকাহিনিতে।
পাকিস্তানি অভিনেতার সঙ্গে কাজ করায় সমালোচনার মুখে পড়েছিলেন বাণী কাপুর। তবে তিনি দৃঢ় অবস্থান নিয়ে জানিয়েছেন, “সোশ্যাল মিডিয়ার পরিবেশ দিনে দিনে বিষাক্ত হয়ে উঠছে। আমি চাই আমরা কম ঘৃণা করি, বেশি ভালোবাসা ছড়াই। কারণ, অন্যকে অপমান করলে সেটি একদিন নিজের কাছেই ফিরে আসে। তাই আমাদের আরও দয়ালু হওয়া দরকার—শুধু অন্যের প্রতি নয়, নিজের প্রতিও।”