ঢাকায় এলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির। প্রথমবারের মতো তিনি এ দেশে এসে উচ্ছসিত ভালোবাসা জানিয়েছেন বাংলাদেশকে। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি’।
এই পোস্টের পরই মুহূর্তেই ভাইরাল হয়েছে এ খবর। এই ভালোবাসার বার্তাটি বাংলাদেশ এবং তার ভক্তদের উদ্দেশেই দিয়েছেন তিনি এমনটা ভাবছেন বাংলাদেশী ভক্তকূল।
হানিয়া আমিরের অভিনীত নাটক ও সিনেমা বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে। তার অভিনীত ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আন্না’, ‘কাভি মে কাভি তুম’ ও ‘মুক পেয়ার হুয়া থা’-এর মতো আলোচিত নাটক বাংলাদেশের দর্শক হৃদয় জয় করেছে।
এবার তার উপস্থিতিতে ঢাকার ভক্তদের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি করেছে। জানা গেছে, ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে কিছু ভক্ত উপস্থিত ছিলেন।
হানিয়া আমির সাসসিল্কের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঢাকায় এসেছেন। এ সময় তিনি বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন। কথা বলবেন তাঁর বাংলাদেশী ভক্ত ও দর্শকদের সঙ্গেও।