কালচারাল ইয়ার্ড ডেস্ক:
‘ধর্ম যার যার’ এর মিউজিক ভিডিওর প্রকাশনা উৎসব করেছে ‘সমগীত’ নতুন গান। ঢাকার পান্থপথের দৃক পাঠভবনে ১৯ সেপ্টেম্বর শুক্রবার এই অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সমগীত মনে করছে ‘পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান প্রতিষ্ঠায়’ এই গান গুরুত্বপূর্ণ ‘ভূমিকা রাখতে পারে।
বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সমতা, সহমর্মিতা ও মানবিক বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে ‘ধর্ম যার যার’ গানটি করা হয়েছে। সমগীতের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গানের কথা ও সুর করেছেন অমল আকাশ। সঙ্গীত পরিকল্পনায় অর্ক সুমন ও অমল আকাশ। শব্দ গ্রহণে রয়েছে বাংলা ঢোল।
অমল আকাশ, বীথি ঘোষ, রেবেকা নীলা ও অর্ক সুমন গানটিতে কণ্ঠ দিয়েছেন। রিদম গিটারে অর্ক সুমন ও জয় দাস রয়েছেন। ড্রামসে শরফুদ্দিন রাব্বি, বেস গিটারে ফাহিম, মন্দিরা ও খোলে সুমিত দাস, একতারায় অমল আকাশ এবং বাঁশিতে রয়েছেন সায়ন্তন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, সংগীতশিল্পী কফিল আহমেদ, বিশ্বসূফি সংস্থার সদস্য হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, সায়ান, অরূপ রাহী, কাজী কৃষ্ণকলি ইসলাম, সহজিয়া ব্যান্ডের রাজুসহ অনেকে।
সমগীতের সভাপ্রধান রেবেকা নীলা অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর শুরু হয় উদ্বোধনী পর্বের অংশ। সেখানে একে একে গান পরিবেশন করেন রবি বাউল, কীর্তনীয়া অর্চনা দেবনাথ ও মায়া সাহা এবং সুরেশ্বর দরবারের সোহাগ দেওয়ান।
এরপর উদ্বোধন করা হয় ‘ধর্ম যার যার’ গানটি। উদ্বোধন করেন শিল্পী কফিল আহমেদ। গানটির প্রথম প্রদর্শনীর পর উদ্বোধনী বক্তব্য রাখেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ।
শিল্পী মোস্তফা জামান, হাসান শাহ সুরেশ্বরী দীপু নূরী, শিল্পী অরূপ রাহী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান শুভেচ্ছা বক্তব্য দেন সহজিয়া ব্যান্ডের রাজু, সায়ান, অর্জুন কর অনুষ্ঠানে গান পরিবেশন করেন। কবি ও শিল্পী কফিল আহমেদের বক্তব্য ও গানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।