লোকপ্রিয় ব্যান্ড শিরোনামহীন তাদের শ্রোতাপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল নিয়ে আসছে বছরের শেষ প্রান্তে। দীর্ঘদিনের অপেক্ষা ও প্রস্তুতি শেষে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে গানটি, যা থাকবে ব্যান্ডের নতুন অ্যালবাম ‘বাদিঘর’-এর শেষ ট্র্যাক হিসেবে।
গানটির সুরকার ও ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া জানিয়েছেন, অনেক দিন ধরেই ‘এই অবেলায়’-এর ধারাবাহিকতা তৈরি করার পরিকল্পনা ছিল তাদের। তবে মিউজিক ভিডিওর জন্য প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে ‘দি প্রিমিয়াম হোমস লিমিটেড’ ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে।
‘এই অবেলায় ২’ মুক্তি পাবে বাংলা ও ইংরেজি দুই ভার্সনেই। গানের মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে। ভিডিওতে মডেল হিসেবে থাকছেন অভিনেত্রী ও উপস্থাপিকা নীল হুরেরজাহান। পাশাপাশি কিছু দৃশ্যে স্থিরচিত্রের মাধ্যমে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুবকে।
গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান। সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন।
এদিকে, প্রথমবারের মতো কানাডার টরন্টোতে কনসার্টে অংশ নিতে যাচ্ছে শিরোনামহীন। আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টে অংশ নিতে ব্যান্ডের সদস্যরা সোমবার রাতে দেশ ছাড়বেন।