কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে নির্মিত জীবনবোধনির্ভর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’ এবার পর্দায় আসছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শায়লা রহমান, আর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্রটির প্রদর্শনী হবে দুই দিনব্যাপী—বৃহস্পতিবার ও শুক্রবার, প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।
পরিচালক শায়লা রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘ঝরা পাতার চিঠি’ এমন এক মানুষের আত্মঅনুসন্ধানের গল্প, যিনি সমাজ, পরিবার ও বিবেকের টানাপড়েনে নিজের জীবনের অর্থ খুঁজে ফেরেন।
তিনি বলেন, “এই সিনেমা মূলত মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। যত আধুনিকই হই না কেন, ভালোবাসা, বিবেক আর অনুশোচনার ভেতর দিয়েই মানুষ নিজেকে আবিষ্কার করে। সেই অনুসন্ধানই আমাদের বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।”
দীর্ঘদিন পর সিনেমায় অভিনয়ে ফিরলেন পার্থ বড়ুয়া। গানের পাশাপাশি একসময় নাটকেও জনপ্রিয় এই শিল্পী সর্বশেষ দুই বছর আগে ‘মেড ইন চিটাগং’ নামের আঞ্চলিক ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
নতুন এই চলচ্চিত্র সম্পর্কে পার্থ বড়ুয়া বলেন, “আমাদের গল্পটি খুবই সমসাময়িক। জীবনের টানাপড়েন, ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগ—সবকিছু মিলেই ‘ঝরা পাতার চিঠি’। আশা করি এটি দর্শকদের মনোজগতের গভীরে ছুঁয়ে যাবে।”
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন স্বর্ণালী চৈত্রী, আরজুমান্দ আরা বকুল, নাজমুল হক এবং সাবিকুন্নাহার কাঁকন। প্রযোজক হিসেবে রয়েছেন তাপস দাস ও কামাল বায়েজিদ।