কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ব্রিটিশ গায়িকা লিলি অ্যালেন ঘোষণা দিয়েছেন, তিনি তার নতুন অ্যালবাম ‘West End Girl’ নিয়ে যুক্তরাজ্য জুড়ে সফরে যাচ্ছেন। ২০২৬ সালের মার্চ মাসে শুরু হবে এই ট্যুর, যেখানে অ্যালবামের সব গানই সরাসরি পরিবেশন করবেন তিনি।
গত শুক্রবার প্রকাশিত ‘West End Girl’ ইতোমধ্যেই বছরটির সবচেয়ে আলোচিত অ্যালবামগুলোর একটি। অ্যালবামের গানগুলোতে লিলি অকপটে তুলে ধরেছেন তার ব্যক্তিজীবনের নানা অধ্যায়—বিশেষ করে মার্কিন অভিনেতা ডেভিড হারবার (যিনি Stranger Things-এ অভিনয়ের জন্য পরিচিত) এর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের প্রেক্ষাপট।
সফরের সূচি
লিলির এই সফর ঘুরে যাবে গ্লাসগো, লিভারপুল, বার্মিংহাম, শেফিল্ড, নিউক্যাসল, ম্যানচেস্টার, নটিংহাম, কেমব্রিজ, ব্রিস্টল ও কার্ডিফ, এবং শেষ হবে লন্ডন প্যালাডিয়ামে টানা দুই রাতের শো দিয়ে।
লিলি অ্যালেন সর্বশেষ ট্যুর করেছিলেন ২০১৮-১৯ সালে, তার আগের অ্যালবাম No Shame প্রকাশের পর। এরপর থেকে তিনি খুব কমবারই মঞ্চে গান করেছেন—যেমন গ্লাস্টনবুরি ফেস্টিভ্যালে ওলিভিয়া রদ্রিগো ও শাই এফএক্স-এর সঙ্গে বিশেষ পারফরম্যান্স।
মঞ্চ থেকে অনুপ্রেরণা
গত কয়েক বছরে সংগীতের পাশাপাশি অ্যালেন নিজেকে মঞ্চনাটকের অভিনেত্রী হিসেবেও প্রতিষ্ঠা করেছেন। তিনি অভিনয় করেন ‘2:22 – A Ghost Story’ নাটকে, যা মহামারির পর ওয়েস্ট এন্ডে মঞ্চস্থ হয়। এই সময়কাল থেকেই জন্ম নেয় তার নতুন অ্যালবামের ধারণা—‘West End Girl’।
অ্যালবামের কয়েকটি গানে অ্যালেন গেয়েছেন কীভাবে সেই নাটকে অভিনয় পাওয়ার পর তার ব্যক্তিজীবনে টানাপড়েন শুরু হয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“এই গানগুলো পুরোপুরি বাস্তব নয়—বিচ্ছেদের সময় আমি নিজেই জানতাম না, কীটা বাস্তব, আর কীটা কল্পনা।”
সম্পর্কের ছায়া
অ্যালবামের লিরিক ও সাক্ষাৎকারের সূত্রে জানা যায়, হারবার নাকি অবাক হয়েছিলেন লিলি কোনো অডিশন ছাড়াই ওয়েস্ট এন্ডে প্রধান চরিত্র পাওয়ায়। এরপর থেকেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। গানে অ্যালেন গেয়েছেন—এই দূরত্বই একসময় তাদের মধ্যে “ওপেন রিলেশনশিপ”-এর প্রস্তাব আনে।
এক গানে তিনি উল্লেখ করেন, তাদের মধ্যে এমন এক “চুক্তি” হয়, যেখানে হারবার অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, তবে শর্ত ছিল—“এটি হবে অপরিচিত নারীর সঙ্গে, আর এর জন্য অর্থ প্রদানের নিয়ম থাকবে।” কিন্তু পরে লিলি জানতে পারেন, তিনি “ম্যাডেলিন” নামে এক নারীর সঙ্গে অন্য রকম সম্পর্কে জড়িয়েছেন।
হারবার এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে সম্প্রতি তাকে লিলির সন্তানদের সঙ্গে বিনোদন পার্কে দেখা গেছে।
অ্যালবামের পেছনের গল্প
‘West End Girl’-এর ১৪টি গানই লিখেছেন লিলি অ্যালেন, তার সঙ্গীত পরিচালক ব্লু মে-এর সঙ্গে। তিনি একে ‘অটোফিকশন’ বলেছেন—যেখানে আত্মজীবনীর সঙ্গে কল্পনার মিশ্রণ ঘটে।
২০০৬ সালে Alright, Still অ্যালবামের মাধ্যমে খ্যাতি অর্জন করেন লিলি অ্যালেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে Smile, The Fear, এবং Somewhere Only We Know (যা জন লুইস বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছিল)।
তিনি যুক্তরাজ্যে দুটি নাম্বার ওয়ান অ্যালবাম প্রকাশ করেছেন—It’s Not Me, It’s You এবং Sheezus। ২০১৮ সালে প্রকাশিত No Shame অ্যালবামটি মার্কারি প্রাইজে মনোনীত হয়। একই বছর প্রকাশ করেন আত্মজীবনীমূলক বই My Thoughts Exactly, এরপর সংগীত থেকে কিছুদিন বিরতি নিয়ে ২০১৯ সালে হারবারের সঙ্গে সম্পর্কে জড়ান।
লিলি অ্যালেন তার আসন্ন ট্যুরে ‘West End Girl’ অ্যালবামের সব গান ধারাবাহিকভাবে পরিবেশন করবেন।