সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’ এবার দেখা যাবে ওটিটিতে। আজ (২ নভেম্বর) থেকে এটি স্ট্রিমিং শুরু হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সমাজের নিচুতলার মানুষের টিকে থাকার সংগ্রাম, বঞ্চনা এবং মানবিকতার শক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘ফেরেশতে’র গল্প।
চলচ্চিত্রে দেখা যাবে ঢাকার এক রিকশাচালক ও তার গার্মেন্টস কর্মী স্ত্রীর জীবনসংগ্রাম। ঝলমলে সাজসজ্জার বদলে বাস্তব জীবনের কাঁচা রঙে ধারণ করা হয়েছে পুরো গল্পের আবহ, যা সিনেমাটিকে আরও বাস্তব ও দর্শকের কাছে ঘনিষ্ঠ করে তুলেছে।
‘ফেরেশতে’ ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, ও শিশুশিল্পী সাথী প্রমুখ।
২০২২ সালে নির্মাণ শেষে ‘ফেরেশতে’ ঘুরে বেড়িয়েছে নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং পেয়েছে প্রশংসা। এর আগে গত ১৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে।
এদিকে, জয়া আহসান অভিনীত আরেক চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’ বর্তমানে স্ট্রিমিং হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ, ১৯ অক্টোবর থেকে।