কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে কেন্দ্র করে রচিত হয়েছে নতুন উপন্যাস ‘মায়ার সিংহাসন’। বইটি লিখেছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির, প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।
উপন্যাসটির কেন্দ্রবিন্দুতে রয়েছে রুনা লায়লার সুরভরা জীবন— তার সংগীতযাত্রা, সময়, সংগ্রাম ও শিল্পীসত্তার বিবর্তন। লেখকের ভাষায়,
“যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি, মনে হয় আমি অন্য এক সময়ের ভেতর ঢুকে পড়েছি— যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। এই উপন্যাস আসলে সেই সুরযাত্রার গল্প।”
‘মায়ার সিংহাসন’ বইটি প্রকাশিত হবে আগামী ১৭ নভেম্বর।
উপন্যাসটি নিয়ে এক ভিডিও বার্তায় রুনা লায়লা নিজেও বলেছেন,
“এই উপন্যাস আমাকে নিয়ে লেখা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। আপনারা পড়বেন।”
চন্দ্রবিন্দু প্রকাশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
“‘মায়ার সিংহাসন’ শুধু একটি উপন্যাস নয়— এটি সুরের ভেতর দিয়ে মানুষের মনের যাত্রা। রুনা লায়লার গানে লুকিয়ে থাকা সময়, প্রেম, একাকিত্ব ও অনুভূতির মায়া এই উপন্যাসে রূপ নিয়েছে সুরের ভাষায়।”
প্রকাশনা সংস্থাটির মতে, এটি বাংলা সাহিত্যে একটি নতুন ধারার সংযোজন হিসেবে বিবেচিত হতে পারে— একটি ‘গীতি-উপন্যাস’, যেখানে শব্দ ও সুর মিলেমিশে তৈরি করেছে এক অনন্য শিল্পভাষা।
তাদের প্রত্যাশা, ‘মায়ার সিংহাসন’ হয়ে উঠবে রুনা লায়লার কিংবদন্তি জীবন, সুর ও মায়ার এক স্মারক।